ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নড়িয়ায় জমি নিয়ে বিরোধে হামলা ভাংচুর লুট, আহত ১০

প্রকাশিত: ০৬:০১, ৮ জুলাই ২০১৭

নড়িয়ায় জমি নিয়ে বিরোধে হামলা ভাংচুর লুট, আহত ১০

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ৭ জুলাই ॥ শুক্রবার সকালে নড়িয়া উপজেলার মহিষখোলা মোল্লাকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় সংঘর্ষকারীরা বসতঘর ভাংচুর ও লুটপাট করে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি করেছে। সংঘর্ষের সময় অর্ধশত বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। উভয় গ্রুপের লোকজনই আওয়ামী লীগের সমর্থক বলে জানান স্থানীয়রা। নড়িয়া থানা পুলিশ খবর পেয়ে এলাকা পরিদর্শন করেছেন। জানা যায়, নড়িয়া উপজেলার মহিষখোলা মোল্লাকান্দি গ্রামে জমিজমা বিরোধের জের ধরে মোতালেব বেপারি ও আলী মোল্লা গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে এলাকায় একাধিকবার মারামারি, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উভয়পক্ষকে সালিশ বৈঠক করে মীমাংসা করে বিরোধীয় জমি ভাগাভাগি করে দেয়। কিন্তু মোতালেব বেপারি সালিশদের মীমাংসা না মেনে সে পুরো জমি নিজে জবর দখল করে ভোগ করে আসছে। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার সকালে মোতালেব বেপারি ও তার সমর্থকরা ৫০-৬০ দেশী অস্ত্রশস্ত্র, ঢাল, সরকি, রামদা, ছেনদা, হকি ও লাঠিসোটাসহ আগ্নেয়াস্ত্র নিয়ে আলী মোল্লা, সেকান্দার মোল্লার সমর্থকদের ৩০টি বাড়িতে অতর্কিতভাবে হামলা করে ভাংচুর ও লুটপাট করেছে। এ সময় হামলাকারীরা প্রায় ৫০টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। সুন্দরবনে ৮০ কেজি হরিণের মাংস আটক স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সুন্দরবন থেকে চোরা শিকারের দুটি মাথা, একটি চামড়াসহ ৮০ কেজি হরিণের মাংস উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাতে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা উপজেলার কাটলার খাল থেকে এ মাংস উদ্ধার করে। এ সময় চোরা শিকারীদের নৌকা আটক করা হয়। তবে হরিণ শিকারীরা পালিয়ে গেছে বলে কোস্টগার্ড জানায়। রাতেই উদ্ধারকৃত হরিণের মাংস, চামড়া ও মাথা সুপতি বন বিভাগের সদস্য এবং কোস্টগার্ডের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেঃ কমান্ডার এম ফরিদুজ্জামান খান (এক্স) বিএনভিআর জানান, এদিন সন্ধ্যায় কোস্টগার্ডের টহল দল সুন্দরবনের কাটলার খাল এলাকায় অভিযান চালায়।
×