ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কর্মজীবী নারীদের সহায়তা ভাতা যুগান্তকারী পদক্ষেপ ॥ আমু

প্রকাশিত: ০৫:৫৫, ৮ জুলাই ২০১৭

কর্মজীবী নারীদের সহায়তা ভাতা যুগান্তকারী পদক্ষেপ ॥ আমু

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৭ জুলাই ॥ শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এমপি বলেছেন, শেখ হাসিনা সরকারের কর্মজীবী নারীদের জন্য সহায়তা ভাতা প্রদান এক যুগান্তকারী পদক্ষেপ। পৃথিবীর কোন দেশে এই ধরনের ভাতার ব্যবস্থা নেই। বর্তমান সরকার শুধু নারীদের জন্য নয় সামগ্রীকভাবে গরিব জনগোষ্ঠীকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে একটি অর্থনৈতিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রেখেছে। তিনি শুক্রবার বেলা ১২টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় ঝালকাঠি পৌর এলাকার উপকার ভোগীদের মধ্যে স্বাস্থ্য সেবা জোরদার করার লক্ষ্যে হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। জেলা প্রশাসক হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান সরদার শাহ আলম, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, সিভিল সার্জন ডাঃ শ্যামল কৃষ্ণ হাওলাদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার বক্তব্য রাখেন। নওগাঁয় প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাত নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৭ জুলাই ॥ নওগাঁর বদলগাছীতে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাত করলেন ইউপি মেম্বাররা। এ ঘটনায় প্রতিবন্ধী ও তাদের পরিবারের লোকজন হতাশ হয়ে পড়েছে। জানা গেছে, বৃহস্পতিবার বদলগাছী উপজেলার ১নং বদলগাছী ইউপির নতুন ভাতাপ্রাপ্ত ৩০ প্রতিবন্ধীর ভাতা প্রদান করা হয়। ইউপি মেম্বাররা ভাতাপ্রাপ্তদের ভাতা বইগুলো কৌশলে হাতিয়ে নেয়। তারা স্বাক্ষর নিয়ে ব্যাংক থেকে ১ জুলাই ২০১৬ থেকে ৩০ জুন ২০১৭ পর্যন্ত মোট ১২ মাসের ৬শ’ টাকা হারে ৭ হাজার ২শ’ টাকা করে উত্তোলন করেন। টাকা উত্তোলনের পর জনপ্রতি ৩ হাজার ৬শ’ টাকা করে প্রদান করেন এবং অবশিষ্ট টাকা আত্মসাত করেন। অভিভাবকরা ভাতা বই ফেরত চাইলে মেম্বাররা বলেন, বইটি আমাদের কাছে থাকুক। আপনাদের কাছে থাকলে নষ্ট হয়ে যাবে। কৌশলে তারা ভাতা বইটিও হাতিয়ে নিয়েছেন। বিষয়টি জানার পর ৬নং ওয়ার্ডের মেম্বার কালীদাসকে ফোন করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন, ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত মোতাবেক এটা করা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের নেতা আনিছুর মেম্বারের সঙ্গে কথা বলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুসাইন শওকত জানান, আমি বিষয়টি দেখছি। ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ম-ল বলেন, এটা ইউনিয়ন পরিষদের কোন সিদ্ধান্ত নয়। এটা মেম্বাররা স্বেচ্ছায় করেছেন।
×