ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাজিবের কিডনি প্রতিস্থাপনের দায়িত্ব নিলেন এমিলি

প্রকাশিত: ০৫:৫৪, ৮ জুলাই ২০১৭

রাজিবের কিডনি প্রতিস্থাপনের দায়িত্ব নিলেন এমিলি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ কিডনি রোগে আক্রান্ত আনোয়ার হোসেন রাজিবের চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। বৃহস্পতিবার দুপুরে তিনি রাজিবের ঢাকার লালবাগের বাসায় গিয়ে এ দায়িত্ব নেন। এ সময় তিনি রাজিব ও তার স্ত্রী রোমানার পাশে বেশকিছু সময় কাটান। রোমানা তাসমিন জানান, বছর খানেক আগে ফেসবুকে রাজিবের সঙ্গে তার বন্ধুত্ব হয়। প্রথম দিন থেকেই রোমান জানতে পারে রাজিবের দুটি কিডনিই ড্যামেজ। বেঁচে থাকার জন্য তার অন্তত একটি কিডনির প্রয়োজন। রোমানার রক্তের গ্রুপের সঙ্গে রাজীবের গ্রুপ ম্যাচ করে। রোমানা তাকে তার একটি কিডনি দিতে চান। কিন্তু আত্মীয়তার সম্পর্ক না থাকায় আইনী জটিলতায় তা প্রতিস্থাপন করা সম্ভব নয়। এ কথা জানতে পেরে রোমানা গত ১৭ জানুয়ারি রাজিবকে বিয়ে করেন। এমিলি এমপি বলেন, রাজিবের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। এরকম মানবিক বিষয় আমরা অবহেলা করতে পারি না। যদি বিষয়টি একটু গুরুত্ব দিয়ে সকলে দেখেন, তবে দেখবেন আজকাল আপন ভাই তার ভাইয়ের জন্য কিডনি তো দূরের কথা, রক্ত পর্যন্ত দিতে অনেক চিন্তাভাবনা করে। আর একটি মেয়ে অসুস্থ জেনেও রাজিবকে বিয়ে করেছে, কিডনি দিতে চাইছে। এর চেয়ে মহৎ কাজ আর কি হতে পারে। এখন আমার দায়িত্ব হচ্ছে রাজিবের কিডনি প্রতিস্থাপনে আর্থিক সহযোগিতা করে রাজীব ও রোমানার পাশে থাকা। আমি ব্যক্তিগভাবে ওদের কিছু আর্থিক সহযোগিতা করেছি। চিকিৎসকের পরামর্শ মতে, ভারতে এই কিডনি প্রতিস্থাপনে ২০ থেকে ২৫ লাখ টাকা খরচ পড়বে। আমি আমার দলীয় নেতাকর্মীদের নিয়ে এ ব্যয়ভার বহন করব। রাজিবের চিকিৎসার আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। অবশেষে কক্সবাজার বেতারের আরডিকে বদলি স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ অবশেষে কক্সবাজার বেতারের দুর্নীতিবাজ আঞ্চলিক পরিচালক মোঃ হাবিবুর রহমানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। কক্সবাজার বেতারের আঞ্চলিক পরিচালকের পদ (ভারপ্রাপ্ত) পদ থেকে অপসারণ করে সিলেট বেতারের উপ-আঞ্চলিক পরিচালক হিসেবে বদলি করা হয়েছে বলে বাংলাদেশ বেতারের মহাপরিচালক মোঃ নাসির উদ্দিন আহমেদ (অতিরিক্ত দায়িত্ব) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। জানা যায়, রামু, কক্সবাজার, মহেশখালী ও চকরিয়ায় ‘আলোকিত বাংলাদেশ’ শীর্ষক চারটি বহিরাঙ্গন অনুষ্ঠানের আয়োজন করে কক্সবাজার বেতার। সরকারের এ রকম মহৎ উদ্যোগ বাস্তবায়নের নামে কক্সবাজার বেতারের আঞ্চলিক পরিচালক মোঃ হাবিবুর রহমান গুটি কয়েক শিল্পীর অংশগ্রহণে দায়সারাভাবে অনুষ্ঠান শেষ করে শিল্পীদের নামে বেনামে ভুয়া কন্ট্রাক্ট বানিয়ে প্রায় সাড়ে ১৮ লাখ টাকার ভুয়া বিল বানান। বাস্তবে এসব অনুষ্ঠানে ৩ লাখ টাকাও খরচ করা হয়নি। এছাড়াও চলতি বছরের মে ও জুন মাসে ২০ থেকে ত্রিশ জন শিল্পীর রেকডিং হলেও প্রায় চার শ’ জনের নামে বেনামে ভুয়া কন্ট্রাক্ট বানিয়ে সাড়ে ১৯ লাখ টাকার বিল করা হয়। যে তালিকা থেকে বাদ যায়নি মৃত ব্যক্তি, প্রবাসী ও কারাগারে অন্তরীন ব্যক্তিও। উল্লেখ, আরডি হাবিবুর রহমানের নানা অনিয়মের খবর তুলে ধরে দৈনিক জনকণ্ঠে ইতোপূর্বে দুটি সংবাদ প্রকাশিত হয়েছে।
×