ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ড্রেজারের পানিতে বন্যা ॥ দুই শ’ পরিবারে দুর্ভোগ

প্রকাশিত: ০৫:৫৩, ৮ জুলাই ২০১৭

রূপগঞ্জে ড্রেজারের পানিতে বন্যা ॥ দুই শ’ পরিবারে দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৭ জুলাই ॥ কাঞ্চন সেতুর পশ্চিম পার্শে দক্ষিণ বাধ্যকর এলাকায় স্থানীয় প্রভাবশালী যুবলীগ নেতাদের ড্রেজারের পানিতে বন্যা হয়েছে। এতে পানি বন্দী হয়ে পড়েছে দুই শতাধিক পরিবার। স্থানীয় মেয়র আবুল বাশার বাদশার নির্দেশক্রমেই যুবলীগ নেতারা আটকানো পানি না সরিয়ে ড্রেজার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া যুবলীগ নেতাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহসটুকুও পাচ্ছে না। প্রতিবাদ করলেই প্রতিবাদী পরিবারের সদস্যদের ধর্ষণ, হত্যাসহ নির্যাতনের শিকার হতে পারে বলে দাবি করেছে ভুক্তভোগীরা। এদিকে, বেশ কয়েকদিন ধরেই পানি বন্দীদের মাঝে দেখা দিয়েছে ডায়েরিয়া, আমাশয়, যক্ষা, জ্বর, সর্দি, কাশিসহ নানা রকমের রোগ। এতে বাড়ছে ভাইরাস বহনকারী মশার উপদ্রবও। বর্তমানে চিকগুনিয়া মানুষের জন্য আতঙ্কের রোগ হয়ে দাঁড়িয়েছে। মশার উপদ্রব বাড়ার কারণে চিকুনগুনিয়ার রোগের আশঙ্কা বেড়ে যেতে পারে। এলাকাবাসী অভিযোগ করেন, দক্ষিণ বাধ্যকর এলাকায় কাঞ্চন পৌর মেয়র আবুল বাশার বাদশার বেশ কিছু জমি রয়েছে। এছাড়া ওই এলাকায় দুই শতাধিক পরিবার বসবাস করে। মেয়রের নিদের্শক্রমে স্থানীয় প্রভাবশালী নজরুল ইসলামের নেতৃত্বে যুবলীগ নেতারা ড্রেজারের মাধ্যমে বালু ভরাট করে আসছে। ড্রেজারের বালুতে এলাকার ড্রেন ভরাট হয়ে গেছে। এছাড়া রাস্তাঘাটও ডুবে গেছে। ড্রেজারের পানি অন্যত্র না সরানোর কারণে পুরো এলাকা বন্যায় পরিণত হয়েছে। এলাকার মানুষকে কোমর থেকে শুরু করে গলা পর্যন্ত পানি ভেঙ্গে চলা ফেরা করতে হচ্ছে। বসতঘরে পানি ঢুকে বসবাস অনুপযোগী হয়ে পড়েছে। টিউবঅয়েল ডুবে গেছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সঙ্কট। এ বিষয়ে নজরুল ইসলাম বলেন, আমাকে বালু ভরাট করতে বলা হয়েছে, আমি বালু ভরাট করে দিচ্ছি। মানুষের সমস্যা দেখবে মেয়র। এ বিষয়ে কাঞ্চন পৌর মেয়র দেওয়ান আবুল বাশার বাদশা বলেন, বালু ভরাটের কারণে পানির ড্রেনটি বন্ধ হয়ে গেছে। আমি আমার জায়গা দিয়ে নতুন করে ড্রেনের ব্যবস্থা করে দেব।
×