ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লাভ মোটেল

প্রকাশিত: ০৫:৫২, ৮ জুলাই ২০১৭

লাভ মোটেল

মনের মানুষের সঙ্গে নিভৃতে নিশ্চিন্তে কিছুটা সময় একসঙ্গে কাটানোর ব্যবস্থা করতে এগিয়ে এসেছে স্বয়ং দেশের সরকার। একান্তে সময় কাটানোর জন্য সরকারী প্রচেষ্টায় তৈরি হচ্ছেÑ বিশেষ হোটেল। সম্প্রতি অভিনব এ উদ্যোগ নিয়েছে কিউবা প্রশাসন। কিউবা প্রশাসনের তরফে জানানো হয়েছে, দেশে পুরনো ‘লাভ মোটেল’গুলো ফের চালু করা হচ্ছে। লাভ মোটেল চালানোর জন্য ইতোমধ্যেই ১৬টি ঘরবিশিষ্ট একটি দোতলা হোটেল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। এ উদ্যোগ সফল হলে ভবিষ্যতে আরও এমন হোটেল তৈরি করা হবে বলে জানিয়েছে প্রশাসন। দেশটির রাজধানী হাভানাতে এ ধরনের লাভ মোটেলগুলো পোসাডা নামে পরিচিত। নয়ের দশকে পোসাডা বেশ জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু, পরবর্তী সময়ে আর্থিক সঙ্কটের কারণে সেগুলো বেহাল হয়ে পড়ে। যে গুটিকয়েক পোসাডা টিকে ছিল সেগুলো পরবর্তীকালে হ্যারিকেন আক্রান্তদের শিবিরে পরিণত হয়। তবে বেসরকারীভাবে বেশ কয়েকটি পোসাডা চালু ছিল। কিন্তু, সেগুলোর ভাড়া অত্যন্ত বেশি। ফলে সাধারণের মধ্যে এর বিশেষ জনপ্রিয়তা ছিল না। এখন সরকারী উদ্যোগে নয়া ‘লাভ মোটেল’গুলো জনপ্রিয়তা করার চেষ্টা করা হচ্ছে। -সিএনবিসি
×