ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সেই শাড়ি-

প্রকাশিত: ০৫:৫১, ৮ জুলাই ২০১৭

সেই শাড়ি-

এখন থেকে মাদার তেরেসার নীল পাড়ের সাদা শাড়ি মিশনারিজ অব চ্যারিটির প্রতীক হিসেবে গণ্য হচ্ছে। তেরেসা এ ধরনের শাড়ি পরে আর্তমানবতার সেবায় নিয়োজিত হয়েছিলেন আজীবন। মিশনারিজের আইনজীবী বিশ্বজিৎ সরকার বলেন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইন অনুযায়ী ওই প্যাটেন্ট নেয়া হয়েছে। তিনি দাবি করেন, ভারতে এই প্রথম কোন প্রতিষ্ঠান পোশাকের প্যাটেন্ট নিয়েছে। তেরেসা আমৃত্যু আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করে ছিলেন। এ জন্য তিনি শান্তিতে নোবেল পুরস্কারও পেয়েছেন। ২০১৬ সালে ভ্যাটিকান সিটিতে পোপ মাদার তেরেসাকে সন্ত হিসেবে ঘোষণা করেন। তখন তেরেসার অনুগামীরা তার সেই নীল পাড়ের সাদা শাড়ি পরে উপস্থিত ছিলেন সেখানে। তবে এখনও নীল পাড়ের সাদা শাড়ি পরিধান করেন মিশনারিজে তেরেসার অনুগামীরা। -ওয়েবসাইট
×