ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুলিশের ভয়ে কেউ ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছেন না

মালয়েশিয়ায় বৈধ-অবৈধ সব কর্মীই মানবিক বিপর্যয়ের মুখে

প্রকাশিত: ০৫:৪৮, ৮ জুলাই ২০১৭

মালয়েশিয়ায় বৈধ-অবৈধ সব কর্মীই মানবিক বিপর্যয়ের মুখে

ফিরোজ মান্না ॥ মালয়েশিয়ায় বৈধ-অবৈধ সব কর্মীই মানবিক বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে। তাদের চরম খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। পুলিশের ভয়ে কেউ ঘরের বাইরে বের হতে সাহস পাচ্ছেন না। রাস্তায় নামলেই পুলিশী হয়রানির মুখে পড়তে হচ্ছে তাদের। বৈধ কর্মীরাও এই হয়রানি থেকে রেহাই পাচ্ছেন না। অবৈধ কর্মী পেলেই তাদের আটক করে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের বিরুদ্ধে অনেক কর্মীর ওপর শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। এমন এক পরিস্থিতিতে কর্মীদের ঘরে খাবার সঙ্কট দেখা দিয়েছে। আর দু’এক দিন গেলে তাদের খাবারের সঙ্কট চরম রূপ নেবে। পরিস্থিতি জটিল হলেও বাংলাদেশের পক্ষ থেকে কোন ধরনের আলাপ-আলোচনা করা হচ্ছে না মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এক কর্মকর্তা বলেন, শুক্রবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। আজ শনিবার মন্ত্রণালয়ে মালয়েশিয়া নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক থেকে সিদ্ধান্ত নেয়া হবে মালয়েশিয়ার কর্মীদের বিষয়ে কি করণীয়।
×