ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বনানীতে তরুণী ধর্ষণ-আসামি ইভান ৪ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৫:৪৬, ৮ জুলাই ২০১৭

বনানীতে তরুণী ধর্ষণ-আসামি ইভান ৪ দিনের রিমান্ডে

আজাদ সুলায়মান ॥ রাজধানীর বনানীর ন্যাম ফ্ল্যাটে তরুণী ধর্ষণ মামলার অভিযুক্ত বাহাউদ্দিন ইভানকে ৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। বনানী থানায় রিমান্ডের প্রথম দিনেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এ ঘটনায় র‌্যাব দাবি করেছে, ওই রাতে ইভান ওই তরুণীর সঙ্গে একাধিকবার মেলামেশা করেছে। তবে পুলিশ সূত্র জানায়, ইভানকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তরুণীর পারিবারিক পরিচয় ও সামাজিক অবস্থান সম্পর্কেও খোঁজখবর নেয়া হচ্ছে। মাত্র কয়েকদিন আগেই হোটেল রেইনট্রিতে ঘটে যাওয়া জন্মদিনের পার্টির নামে ঘটে যাওয়া তোলপাড় হওয়া ধর্ষণ ঘটনার পরও ওই তরুণী কোন সাহসে ইভানের জন্মদিনের দাওয়াতে পেয়েই সেখানে একাকী হাজির হলো সেটা নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। শুক্রবার সকালে র‌্যাব এক ব্রিফিংয়ে দাবি করেছে, ইভান সেই রাতে তরুণীকে বাসায় ডেকে নিয়ে তার সঙ্গে মেলামেশা করে। তরুণীর ইচ্ছার বিরুদ্ধে মেলামেশা করাটা ধর্ষণেরই শামিল। এদিকে শুক্রবার বিকেল ৩টায় তাকে আদালতে হাজির করে বনানী থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সুলতানা আক্তার তার সাতদিনের রিমান্ড চায়। মুখ্য মহানগর হাকিম মোঃ মাজহারুল ইসলামের আদালত শুনানি শেষে তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। জন্মদিনের কথা বলে বনানীর ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন ব্যবসায়ীর ছেলে বাহাউদ্দিন ইভান। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে বলে বনানী থানায় এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ধর্ষণের বিষয়ে ‘মুখ খুললে’ ইন্টারনেটে আপত্তিকর ভিডিও ছেড়ে দেয়ার হুমকিও দেয়া হয়। পরে বনানী থানায় একটি মামলা দায়ের করেন ওই তরুণী। বনানী থানার উপপরিদর্শক আকবর আলী জানান, আদালত শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। এখন তাকে নিয়ে থানায় জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এর আগের দিন গত ৬ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার ইভানের খালার বাসা থেকে র‌্যাব-১১ তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে র‌্যাব তাকে বনানী থানার কাছে হস্তান্তর করে। তরুণীর অভিযোগ মতে, গত ৪ জুলাই বনানীতে জন্মদিনের পার্টির কথা বলে ইভান তার পূর্বপরিচিত এক তরুণীকে বাসায় দাওয়াত দিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করে ভিকটিম তরুণী। এরপর ৫ জুলাই ওই তরুণী বনানী থানায় গিয়ে ইভানের বিরুদ্ধে অভিযোগ করে। এরপর তরুণীকে নিয়ে ইভানের বাসায় অভিযান চালায় পুলিশ। তাকে না পেয়ে ওইদিন দুপুরেই পুলিশ তরুণীর অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে। ইভান বাসা থেকে পালিয়ে নারায়ণগঞ্জ আশ্রয় নিলে, র‌্যাব তাকে গ্রেফতার করে। শুক্রবার সকালে র‌্যাব এক ব্রিফিংয়ে দাবি করেছে, ইভান সেই রাতে তরুণীকে বাসায় ডেকে নিয়ে তার সঙ্গে মেলামেশা করে। তরুণীর ইচ্ছার বিরুদ্বে মেলামেশা করাটা ধর্ষণেরই শামিল।
×