ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশে প্রচুর খাদ্য মজুদ রয়েছে ॥ মুহিত

প্রকাশিত: ০৫:৩৯, ৮ জুলাই ২০১৭

দেশে প্রচুর খাদ্য মজুদ রয়েছে ॥ মুহিত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শুক্রবার বিকেলে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইসলামপুরে বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে বলেন, দেশে প্রচুর খাদ্য মজুদ রয়েছে। খাদ্যের কোন অভাব নেই। বিদেশ থেকেও চাল আমদানি করা হচ্ছে। বন্যাদুর্গত এলাকায় যথেষ্ট পরিমাণ খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে। বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণে অনিয়ম হচ্ছে- বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকরা অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘বিএনপি সম্পের্ক আমি কোন মন্তব্য করতে চাই না। তারা সব সময় আনরিয়েলেস্টিক (বাস্তবতা বিবর্জিত) কথা বলে। আই ডোন্ট কেয়ার।’ এর আগে শুক্রবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। জবাবে অর্থমন্ত্রী মুহিত বলেন, ‘সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে সিলেট মহানগর যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। দুপুর আড়াইটায় সিলেট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে সভায় তিনি আরও বলেন, সিলেটের ব্যবসায়ীদের স্বার্থে সিলেট চেম্বারের বিভিন্ন কার্যক্রম প্রশংসনীয়। স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠায় সিলেটের ব্যবসায়ী ও প্রবাসীদের আগ্রহ ও উদ্দীপনা এটি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি চট্টগ্রামের ন্যায় সিলেটেও লেবার কোর্ট স্থাপন করা হবে বলে জানান। তিনি আগামীতে সিলেট চেম্বারের উদ্যোগে বাণিজ্যমেলা, এনআরবি উইক ইত্যাদি আয়োজনে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। এছাড়াও তিনি সিলেট চেম্বারের জন্য বড় পরিসরে একটি আধুনিক ভবন নির্মাণের বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
×