ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চিকুনগুনিয়া থেকে হেফাজত করতে রাজধানীর মসজিদে মসজিদে মোনাজাত

প্রকাশিত: ০৫:৩৯, ৮ জুলাই ২০১৭

 চিকুনগুনিয়া থেকে হেফাজত করতে রাজধানীর মসজিদে মসজিদে মোনাজাত

স্টাফ রিপোর্টার ॥ চিকুনগুনিয়া জ্বর থেকে হেফাজত করতে রাজধানীর মসজিদে-মসজিদে জুমার নামাজ শেষে আল্লাহর দরবারে মোনাজাত করেছেন লাখ লাখ মুসল্লি। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে প্রশাসনের পক্ষ থেকে দেয়া প্রয়োজনীয় স্বাস্থ্যবার্তা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন মোনাজাত পরিচালনাকারী খতিব ও ইমামরা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের লিখিত অনুরোধে শুক্রবার এডিস মশাবাহিত চিকুনগুনিয়া রোগ প্রতিরোধের জন্য রাজধানী ঢাকার বিভিন্ন মসজিদের খুতবায় সচেতনতামূলক বার্তা পড়ে শোনান খতিবরা। নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে চিকুনগুনিয়া থেকে মুক্তি কামনা করেন তারা। খতিবরা বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখলে আর মশা জন্মাতে পারবে না। দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পাঠানো সতর্কতামূলক বার্তায় বলা হয়, চিকুনগুনিয়া প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। মশা যেন কামড়াতে না পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। দিনে বা রাতে যে কোন সময় ঘুমাতে মশারি ব্যবহার করতে হবে। আক্রান্ত রোগীকে আলাদাভাবে মশারির ভেতর রাখতে হবে। শরীরের অনাবৃত অংশে মশা প্রতিরোধক লোশন ব্যবহার ও জানালায় নেট লাগানো ছাড়াও প্রয়োজনে দরজা-জানালা বন্ধ রাখার জন্যও বলা হয়। এতে আরও বলা হয়েছে, মশার বংশবিস্তারের স্থানগুলো ধ্বংস করতে হবে। বাসা-বাড়ির আশপাশে মাটির পাত্র, কলসি, খোসা, বালতি, ড্রামসহ যেসব জায়গায় পানি জমতে পারে সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এসির পানি যেন জমে না থাকে সেদিকে নজর রাখতে হবে। কোথাও যেন পানি জমতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। মসজিদে মসজিদে দোয়া ও বার্তা প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেন, এটা মহামারি নয়। তবে এডিস মশাবাহিত চিকুনগুনিয়া থেকে যেন মানুষ রেহাই পায় সেজন্য যা-যা করা দরকার সবই করছি। মসজিদ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে যেন এ সচেতনতামূলক বার্তা মানুষের মাঝে পৌঁছে দেয়াসহ দফায়-দফায় ওষুধ ছিটানো হচ্ছে। এডিস মশাবাহিত চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে জরুরী চিকিৎসা ও পরামর্শ কেন্দ্র চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। দক্ষিণ নগর ভবনে অবস্থিত এ তথ্য কেন্দ্রের সমন্বয়ের দায়িত্ব পালন করবেন ডিএসসিসি সচিব মোঃ শাহাবুদ্দিন। এছাড়া কর্পোরেশনের ৫টি অঞ্চলে এ রোগ থেকে মুক্তি পেতে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচীও গ্রহণ করা হয়।
×