ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্ত চলছে ॥ কাদের

প্রকাশিত: ০৫:৩৭, ৮ জুলাই ২০১৭

দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্ত চলছে ॥ কাদের

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে একটি মহল দেশে বিদেশে নানা চক্রান্ত করছে। এ চক্রান্তের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। সাহিত্যিক ফরহাদ মজহারের অপহরণের বিষয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফরহাদ মজহার নিজেই বলেছেন, সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতেই তাকে অপহরণ করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্ত চলছে। সেতুমন্ত্রী শুক্রবার দুপুরে ঢাকা ময়মনসিংহ চারলেন মহাসড়কের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ফুটওভার ব্রিজ উদ্বোধন কালে এসব কথা বলেছেন। নির্বাচন প্রসঙ্গে সেতুমন্ত্রী একটি গ্রহণযোগ্য ও অর্থবহ নির্বাচন অনুষ্ঠানে সকলের অংশগ্রহণের আহ্বান জানান। মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, আওয়ামী লীগে সদস্য সংগ্রহ অভিযান চলছে, কোন জামায়াত শিবির যেন দলে প্রবেশ করতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। ময়মনসিংহ মেডিক্যালের ফুট ওভারব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, আনোয়ারুল আবেদীন তুহীন এমপি, এ্যাডভোকেট মোসলেম উদ্দিন এমপি, বেগম জোহরা রানী এমপি, সাবেক এমপি হাফেজ রুহুল আমিন খান মাদানীম, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মেয়র ইকরামুল হক টিটু, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফ হোসাইন, বিএমএ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মতিউর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডাঃ তারা গোলন্দাজসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া ময়মনসিংহের জেলা প্রশাসক খলিলুর রহমান ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ স্থানীয় প্রশাসন ও হাসপাতাল প্রশাসেনর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সেতুমন্ত্রী ফিরে যাওয়ার পরপরই চরপাড়া মোড় থেকে হাসপাতাল পর্যন্ত মহাসড়কের দুই পাশে দোকান পেতে বসে হকাররা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীন ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এ ফুট ওভারব্রিজ প্রকল্পটি বাস্তবায়ন করে।
×