ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী

নির্বাচনী কৌশল নির্ধারণে আওয়ামী লীগের আজ গুরুত্বপূর্ণ বৈঠক

প্রকাশিত: ০৫:৩৬, ৮ জুলাই ২০১৭

নির্বাচনী কৌশল নির্ধারণে আওয়ামী লীগের আজ গুরুত্বপূর্ণ বৈঠক

বিশেষ প্রতিনিধি ॥ আগামী নির্বাচনে হ্যাটট্রিক বিজয়ের কৌশল নির্ধারণে আজ শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারা। বৈঠকে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচন সামনে রেখে সারাদেশে নির্বাচনী প্রচার কার্যক্রমকে জোরদার করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। সেই নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় নেতারা মাঠে নেমে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিয়ে যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারী বাসভবন গণভবনে বিকেল পাঁচটায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকটি শুরু হবে। দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কার্যনির্বাহী সংসদের আজকের সভায় নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা ছাড়াও চলমান নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান তৃণমূলে জোরদার করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হবে। কীভাবে নির্বাচনী প্রস্তুতি চালানো হবে, নির্বাচনী প্রচারে কী কৌশল নেয়া হবে, দলের প্রার্থিতা মনোনয়নে বিষয়ে প্রাধান্য দেয়া হবে সে বিষয়ে সভায় সিদ্ধান্ত হতে পারে। নেতারা জানান, সভায় নেয়া সিদ্ধান্তের ভিত্তিতে মাঠ পর্যায়ে কেন্দ্রীয় নেতারা তৃণমূল চষে বেড়াবেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রচার কৌশলের গাইড লাইন তৈরি করে দেয়া হবে। সেই অনুযায়ী তৃণমূল নেতারাও নির্বাচনী প্রচারে নামবেন। কার্যনির্বাহী সংসদের বৈঠকের পর আগামী ১৩ জুলাই দলের সম্পাদকম-লীর সভা আহ্বান করা হয়েছে। সম্পাদকম-লীর এ সভায় কেন্দ্রীয় সিদ্ধান্তগুলো বাস্তবায়নে মাঠ পর্যায়ে করণীয় নির্ধারণ করা হবে। দলটির নীতিনির্ধারক পর্যায়ের নেতাদের মতে, নির্বাচনী প্রস্তুতিতে এগিয়ে থাকতে আগে থেকেই প্রচার কার্যক্রম শুরু করতে চায় দলটির হাইকমান্ড। আগামী নির্বাচনকে সামনে রেখে কোন ধরনের ঝুঁকি নিতে চান না তারা। তাই আগামী নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে প্রস্তুতি কার্যক্রমের ওপর জোর দেয়া হয়েছে। প্রস্তুতি পর্বের অংশ হিসেবে প্রথমেই সারাদেশেই দলের সাংগঠনিক কার্যক্রমকে জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন নেতারা। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যেই তৃণমূল নেতাদের গ্রাম-পাড়া-মহল্লা পর্যায়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেয়া হয়েছে কেন্দ্রীয় হাইকমান্ড থেকে। দলের সাধারণ সম্পাদক জেলা নেতাদের কাছে চিঠি পাঠিয়ে এই নির্দেশ দিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, শুধু কেন্দ্রীয় নেতারাই নন, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন কর্মসূচী নিয়ে নির্বাচনী প্রচারে নামবেন। আর কেন্দ্রীয় নেতারা সারাদেশে কর্মিসমাবেশ, বর্ধিত সভাসহ নানা সাংগঠনিক কার্যক্রম নিয়ে তৃণমূল নেতাদের নিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে নৌকা প্রতীকে আবারও ভোট দেয়ার জন্য আহ্বান জানাবেন। এসব সভা-সমাবেশের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকারের টানা দুই মেয়াদের উন্নয়ন-অগ্রগতির সার্বিক চিত্র জনগণের মাঝে তুলে ধরবেন। সরকারের উন্নয়নের চিত্রের পাশাপাশি বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের দুঃশাসন, সন্ত্রাস, নাশকতা, দুর্নীতির চিত্রও দেশবাসীর সামনে তুলে ধরবেন। মোট কথা আজকের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় আগামী নির্বাচনকে সামনে রেখে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
×