ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সম্মেলন

যশোরে পৌর কাউন্সিলরের দাপট!

প্রকাশিত: ০৫:১৮, ৮ জুলাই ২০১৭

যশোরে পৌর কাউন্সিলরের দাপট!

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ পৌরসভার কাউন্সিলর আলমগীর কবীর সুমন ওরফে হাজী সুমনের বিরুদ্ধে সোনালী স্যাটেলাইট নামের কেবল অপারেটর প্রতিষ্ঠানের ৮শ’-৯শ’ সংযোগলাইন দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মচারীদের মারপিট ও ব্যবস্থাপনা পরিচালক একে সিদ্দিকী রাজনকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন তিনি ও তার লোকজন। শুক্রবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কেবল অপারেটর প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। লিখিত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক একে সিদ্দিকী রাজন বলেন, ১৯৯২ সাল থেকে আমার বাবা মিজানুর রহমান নিয়মনীতি মেনে যশোর শহরে সোনালী স্যাটেলাইট নামের প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। গত দুই বছর আগে আলমগীর কবির সুমন ওরফে হাজী সুমন (বর্তমান কাউন্সিলর) জোরপূর্বক ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টি করেন। ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তার সঙ্গে শর্তসাপেক্ষে ওয়ার্কিং পার্টনারশিপ চুক্তিনামা করা হয়। চুক্তির শর্তানুযায়ী তাকে মাসিক ১০ হাজার টাকা দেয়ার কথা। কিন্তু কিছুদিন পর হাজী সুমন চুক্তির শর্ত অমান্য করে মাসিক ৩০ হাজার টাকা দাবি করলে আমরা দাবিকৃত টাকা দিতে বাধ্য হই। পর্যায়ক্রমে মাসিক ৩৫-৪০ হাজার টাকা করে জোরপূর্বক আদায় করেন। সম্প্রতি তিনি ৬০ হাজার টাকা দাবি করেন, যা সম্পূর্ণ অবৈধ। তিনি বলেন, তার দাবিকৃত টাকা দিতে রাজি না হওয়ায় গত রোজার মাসে আমাদের প্রতিষ্ঠানের অর্ধেক (৮০০-৯০০) গ্রাহকের সংযোগ দখল করে নিয়েছেন। গত ৯ জুন আমাদের প্রতিষ্ঠানের লাইনম্যান ইসমাইল হোসেনকে হাজী সুমনের অফিসে তুলে নিয়ে মারপিট করা হয় এবং তার কাছ থেকে ১৬ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়।
×