ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৪৬ বছর পর মুক্তিযোদ্ধা হলেন অমুক্তিযোদ্ধা

প্রকাশিত: ০৫:১৬, ৮ জুলাই ২০১৭

৪৬ বছর পর মুক্তিযোদ্ধা হলেন অমুক্তিযোদ্ধা

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতার ৪৬ বছর পর মুক্তিযোদ্ধা কৃষ্ণ গোপাল রায়কে বাছাই কমিটি অমুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করেছে। মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে কমিটির বিরোধিতা করার কারণে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠেছে। যাদের নাম লাল মুক্তিবার্তায় আছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত সনদ আছে তারা বাছাইয়ে আওতামুক্ত থাকবেন মর্মে নিয়ম থাকলেও এ নিয়ম তার ক্ষেত্রে ভঙ্গ করা হয়েছে। তবে এমন অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ। এ নিয়ে লালমনিরহাটের মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষ বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। মানববন্ধন থেকে বাছাই কমিটির এমন সিদ্ধান্তের সমালোচনা করা হয়েছে। দ্রুত এমন সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়ার দাবি ওঠেছে। অন্যথায় আরও বড় ধরনের আন্দোলনের ডাক দেয়ার হুমকি দিয়েছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের ব্যক্তি এবং সংগঠনগুলো। জানা গেছে, এ বীর মুক্তিযোদ্ধার নাম কৃষ্ণ গোপাল রায়। পিতার নাম স্বর্গীয় গোবিন্দ চন্দ্র রায়। বাড়ি লালমনিরহাট সদর জেলার কুলাঘাট ডাকঘরের অধীন বড়ুয়া গ্রামে। কৃষ্ণ গোপাল অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের লাল মুক্তিবার্তার তালিকা মোতাবেক তার ক্রমিক নম্বর ৩১৪০১০০২২। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে চেয়ারম্যান আব্দুল আহাদ চৌধুরীর স্বাক্ষরকৃত প্রদত্ত সনদ মোতাবেক তার ক্রমিক নম্বর ২১৮৬৭। লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধাদের যে তালিকা রয়েছে তাতেও তার নাম রয়েছে। মুক্তিযোদ্ধা হিসেবে সরকার ও সহযোগী মুক্তিযোদ্ধাদের দেয়া সব ধরনের প্রত্যায়নপত্রও রয়েছে তার কাছে। অথচ তিনি যাচাই-বাছাই কমিটির কাছে তিনি অমুক্তিযোদ্ধা। যা এলাকার হাস্যরসের সৃষ্টি করেছে। টাওয়ার সংস্কার ফ্রান্সের রাজধানী প্যারিসে শুক্রবার সংস্কারের পর সেন্ট জ্যাকুইস টাওয়ার দর্শনার্থীর জন্য খুলে দেয়া হয়। -এএফপি প্রতিবন্ধী সাঁতারু আফগান শারীরিক প্রতিবন্ধী মালিক মোহাম্মদ শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রথম বিশ্ব সাঁতার দিবসে একটি সুইমিংপুলে সাঁতার কাটেন। -এএফপি
×