ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাওড়ের জলমহালের ইজারা বাতিল দাবি

প্রকাশিত: ০৫:১৫, ৮ জুলাই ২০১৭

হাওড়ের জলমহালের ইজারা বাতিল দাবি

স্টাফ রিপোর্টার ॥ হাওড়ের জলমহালের ইজারা বাতিল করে মাছ শিকারের অধিকার উন্মুক্ত করে দেয়ার দাবি জানিয়েছেন দেশের বিশিষ্টজনরা। তারা বলেছেন, অকাল বন্যায় দেশের হাওড়াঞ্চলের মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। অনেকেই এখন মানবেতর জীবনযাপন করছেন। কিন্তু জলমহালগুলো ইজারায় থাকার কারণে শ্রমজীবী মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহের অধিকার থেকেও বঞ্চিত হচ্ছেন। এতে সঙ্কটের মাত্রা আরও বেড়েছে। শুক্রবার পুরানা পল্টনস্থ মুক্তিভবনের প্রগতি সম্মেলন কক্ষে ‘হাওড়ের পাশে বাংলাদেশ’ আয়োজিত সংবাদ সম্মেলনে ’গণতদন্ত কমিশন’-এর প্রধান অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী দ্রুত সময়ের মধ্যে জলমহাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়ার দাবি জানান। ‘গণতদন্ত কমিশন’-এর সদস্যবৃন্দের হাওড় পরিদর্শনোত্তর পর্যবেক্ষণ প্রকাশের জন্য আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ’গণতদন্ত কমিশন’-এর সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ, সদস্য সচিব এ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, সদস্য ডাঃ শাকিল আখতার, ড. আনোয়ার হোসেন, ড. হালিম দাদ খান, জাকির হোসেন, জাকিয়া শিশির, আবুল হাসান রুবেল, হাওড় পরিদর্শন দলের সদস্য মোঃ রিয়াজ উদ্দিন খান, সুব্রত দাস খোকন, আতিকুর রহমান পূর্ণিয়া ও শামীমা নাসরিন লাবণ্য। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ’গণতদন্ত কমিশন’-এর সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন। কমিশনের প্রতিনিধি দল ২৯ জুন থেকে ১ জুলাই তিনদিনের হাওড় সফরে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর, নিকলী, মিঠামইন, ইটনা, নেত্রকোনা জেলার খালিয়াজুরী, মোহনগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন জনপদ পরিদর্শন করেন। এর মধ্যে বাজিতপুর ও মিঠামইনে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবগের্র সঙ্গে মতবিনিময় করেন। খালিয়াজুরী ও ধর্মপাশার গোলকপুর বাজারে কৃষক-ক্ষেতমজুরদের সঙ্গে মতবিনিময় করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৯ জুলাই ঢাকায় দিনব্যাপী হাওড় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। আগস্ট মাসে হাওড় অঞ্চলের সাতটি জেলার হাওড় উপজেলাসমূহে তদন্ত কমিশনের সদস্যবৃন্দ সফর করবেন।
×