ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিশ্রুত উন্নয়নের জন্য ৩ হাজার কোটি বরাদ্দ চায় চসিক

প্রকাশিত: ০৫:১৫, ৮ জুলাই ২০১৭

প্রতিশ্রুত উন্নয়নের জন্য ৩ হাজার কোটি বরাদ্দ চায় চসিক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সরকার প্রতিশ্রুত উন্নয়ন কর্মকা- অব্যাহত রাখার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে মোট তিন হাজার কোটি টাকার থোক বরাদ্দ চায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শুক্রবার কর্পোরেশনের উর্ধতন কর্মকর্তাদের নিয়ে নীতিনির্ধারণী বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। এতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পাঁচ হাজার ৭শ’ কোটি টাকার মেগা প্রকল্পসংক্রান্ত বিষয়ের ওপরও আলোচনা অনুষ্ঠিত হয়। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, সকালে নগর ভবনে কর্পোরেশনের কর্মকর্তাদের নিয়ে নীতিনির্ধারণী এ সভা করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। সভায় উন্নয়ন কর্মকা- পরিচালনা অব্যাহত রাখার স্বার্থে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুকূলে দুই হাজার ৫শ’ কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থমন্ত্রী বরাবর গত ৩ জুলাই প্রেরিত উপানুষ্ঠানিক পত্র এবং সম্প্রতি অতিবর্ষণের ফলে চট্টগ্রাম নগরীর ক্ষতিগ্রস্ত ১৫টি সড়কের নাম উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর কাছে ক্ষতিগ্রস্ত সড়কসমূহ জরুরীভিত্তিতে মেরামতের জন্য ৫শ’ কোটি টাকার থোক বরাদ্দ চেয়ে পত্র প্রেরণ বিষয়ে আলোচনা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অবকাঠামোয় রাস্তা, ড্রেন, কালভার্ট, ব্রিজসহ বিভিন্ন সরকারী সংস্থা কর্তৃক নিজস্ব উন্নয়ন প্রকল্প গ্রহণের পূর্বে কর্পোরেশনকে অবগতকরণ এবং ছাড়পত্র গ্রহণ প্রসঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরিত উপানুষ্ঠানিক পত্র প্রেরণের বিষয় এবং জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পেশ করা পাঁচ হাজার ৭শ’ কোটি টাকার মেগা প্রকল্পসংক্রান্ত বিষয়ের ওপরও আলোচনা হয়। গুরুত্বপূর্ণ এ সভায় চউকের পেশ করা প্রকল্পসমূহের সঙ্গে যেন চসিক এবং অন্যান্য সংস্থার দাখিলকৃত প্রকল্পসমূহের পুনরাবৃত্তি না ঘটে সে দিকগুলো বিবেচনায় এনে সব প্রকল্পের বিষয়বস্তু খতিয়ে দেখার নির্দেশনা দেয়া হয়।
×