ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভাষা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা ড. হুমায়ুন আর নেই

প্রকাশিত: ০৫:১৪, ৮ জুলাই ২০১৭

ভাষা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা ড. হুমায়ুন আর নেই

স্টাফ রিপোর্টার ॥ ভাষা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা ড. হুমায়ুন কে. এম. এ. হাই আর নেই। যুক্তরাজ্যের ম্যাঞ্চেস্টারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১.৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন) তিনি। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি এক মেয়ে, এক ছেলে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াতের ভাগিনা বিশিষ্ট আবৃত্তিশিল্পী হাসান আরিফ জানান, ড. হুমায়ুন ক্যান্সারে ভুগছিলেন। দ্রুততম সময়ের মধ্যে তার মরদেহ বাংলাদেশে আনা হবে। পরে বনানী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হবে তাকে। ড. হুমায়ুন ১৯৫২ সালে ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন। ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। শহীদ বরকতের গুলিবিদ্ধ একমাত্র ছবিটি তারই ধারণ করা। মুক্তিযুদ্ধের সময় তিনি জেড ফোর্সের চীফ মেডিক্যাল অফিসার ছিলেন। অস্ত্র হাতেও যুদ্ধ করেন এই চিকিৎসক। বাংলাদেশের ওষুধ শিল্পের গবেষণা, উন্নয়ন ও প্রসারে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। ওষুধ প্রশাসন অধিদফতরের প্রতিষ্ঠাকালীন পরিচালক এবং পরবর্তীতে জনস্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
×