ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রেলভবনে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৫:১৪, ৮ জুলাই ২০১৭

রেলভবনে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রেলভবনের নিচতলায় ভবনের বিদ্যুত উপকেন্দ্রে অগ্নিকা- ঘটেছে। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে এ অগ্নিকা- ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অধিদফতর। খবর পেয়ে তাদের তিনটি ইউনিট গিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক। তিনি বলেন, আগুনের খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট সেখানে যায়। ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অপরদিকে আগুন লাগার ঘটনা খুঁজে বের করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঘটনার পরপরই রেলমন্ত্রী মুজিবুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন জনকণ্ঠকে বলেন, আগুনের ঘটনায় কোন প্রকার ক্ষয়ক্ষতি হয়নি। রেলভবনের জেনারেটর রুমে হঠাৎ করে একটি ছোট বেজি ঢুকে পড়ায় আগুনের সূত্রপাত ঘটে। কিন্তু সামান্য ধোঁয়ার পর আমাদের লোকজন তা নিভিয়ে ফেলতে সক্ষম হয়। তিনি বলেন, জেনারেটর রুমে বেজি ঢুকে জেনারেটরের তারের ওপর পড়ে। এ কারণে দুটি তার এক হয়ে গিয়ে আগুনের সূত্রপাত ঘটে। ধোঁয়া দেখে আমাদের কর্মীরা সেখানে যায়। সেখানে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করে। এরপর দ্রুত অগ্নিনির্বাপক বাহিনী এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়। এদিকে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। রাজশাহীতে নব্য জেএমবির চার সদস্য গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর দুর্গাপুর ও পুঠিয়ায় অভিযান চালিয়ে নব্য জেএমবির চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করে জেলা পুলিশের একটি দল। এ সময় উদ্ধার করা হয় জিহাদী বই ও দেশীয় অস্ত্র। আটককৃতরা হলোÑ দুর্গাপুরের জয়কৃষ্ণপুর এলাকার ইশা থান্দারের ছেলে আসলাম উদ্দিন (৪২), মৃত খোদা বক্সের ছেলে মোহাম্মদ আলী (৩৮) জোয়াদ আলীর ছেলে নুর মোহাম্মদ বাবু (৪০) এবং পুঠিয়ার ধাদাশ এলাকার আবদুল হামিদের ছেলে আবুল কাশেম রোকন (৩৮)। পুলিশের ভাষ্য, তারা পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। তৎকালীন জেএমবিপ্রধান সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইয়ের হাত ধরে জেএমবিতে জড়ান তারা। এলাকায় জেএমবির কর্মকা-েও অংশ নেয় তারা। সম্প্রতি নব্য জেএমবিতে যোগ দিয়ে গোপন তৎপরতা চালাচ্ছিলেন এ চারজন। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী।
×