ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাপা ক্ষমতায় গেলে আবার সুদিন ফিরে আসবে ॥ এরশাদ

প্রকাশিত: ০৫:১৪, ৮ জুলাই ২০১৭

জাপা ক্ষমতায় গেলে আবার সুদিন ফিরে আসবে ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের বন্যার্তরা ত্রাণের জন্য হাহাকার করলেও অন্যান্য দলের নেতারা ঢাকায় বসে এসির বাতাস খাচ্ছেন। তারা আগামী নির্বাচন নিয়ে ব্যস্ত। বন্যার্তদের হাহাকার তাদের কানে পৌঁছায় না। একমাত্র জাতীয় পার্টিই অসহায় মানুষের কথা ভাবে। আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে আবার মানুষের সুদিন ফিরে আসবে। আতঙ্ক কেটে যাবে। ক্ষমতায় যাওয়ার জন্য আরেকবার সুযোগ কামনা করেন তিনি। গুম-খুন এবং প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ করে এরশাদ বলেন, দেশের মানুষ ভাল নেই। চারদিকে শুধু গুম-খুন। দিন শুরু হয় খুনের খবর দিয়ে। ঘরে ঘরে গুম-খুনের আতঙ্ক বিরাজ করছে। দেশে আল্লাহর গজব পড়েছে। এজন্য বন্যা হচ্ছে, পাহাড়ধস হচ্ছে, মানুষ মরছে। এরশাদ বলেন, গণমাধ্যমে সংবাদ বেরিয়েছে দেশে ২৮৪ ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এর মধ্যে ৪৭ জনের লাশ পাওয়া গেছে। বাকিদের মা, স্ত্রী-সন্তানরা চোখের পানি ফেলছেন। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এ অবস্থা থেকে দেশের মানুষ পরিত্রাণ পাবে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুরে স্থানীয় সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীর উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়ার সভাপতিত্ব করেন।
×