ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিল্পবাড়িতে আনিসুল হক

প্রকাশিত: ০৩:৫২, ৮ জুলাই ২০১৭

শিল্পবাড়িতে আনিসুল হক

সংস্কৃতি ডেস্ক ॥ আনিসুল হক। একাধারে কবি, লেখক, নাট্যকার ও সাংবাদিক। মুক্তিযুদ্ধকালীন সত্য ঘটনা অবলম্বনে তার লেখা ‘মা ’উপন্যাসটি জনপ্রিয় হয়। এই সাহিত্যিক এবার জীবনের নানা ঘটনা, দুর্ঘটনা, হাসি-আনন্দ আর বেদনার কথা বলবেন জিটিভির ‘শিল্পবাড়ি’ অনুষ্ঠানে। জীবন ও শিল্প-সাহিত্যের কোন্ বিষয়গুলো আলাদা। শিল্প কি মানুষকে এমন কোন অভিজ্ঞতা দান করে প্রাত্যহিক জীবনে যার কোন অস্তিত্ব নেই? ইত্যাদি নানা বিষয় নিয়ে জিটিভির শিল্প-সাহিত্যের বিশেষ নিয়মিত অনুষ্ঠান ‘দর্জিবাড়ি নিবেদিত ‘শিল্পবাড়ি’। শিল্পবাড়ি অনুষ্ঠানের এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন কথা সাহিত্যিক আনিসুল হক। সাহিত্যিক মনি হায়দারের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কবি আদিত্য নজরুল। অনুষ্ঠানটি আজ রাত ৮-১৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে।
×