ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার চলচ্চিত্র দর্শক সমিতি গঠন

প্রকাশিত: ০৩:৫১, ৮ জুলাই ২০১৭

এবার চলচ্চিত্র দর্শক সমিতি গঠন

স্টাফ রিপোর্টার ॥ চলচ্চিত্র দর্শকদের মুখপাত্র হয়ে চলচ্চিত্রের উন্নয়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করতে ‘বাংলাদেশ চলচ্চিত্র দর্শক সমিতি’ গঠন করা হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি রেস্তরাঁয় বড়ুয়া মনোজিত ধীমনকে সভাপতি এবং ফিরোজ কবিরকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ২ বছর মেয়াদি এই কমিটির কার্যকরী সভাপতি হয়েছেন নাজমুল হক ও সাংগঠনিক সম্পাদক আসলাম ইকবাল। নবগঠিত এই সমিতির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এসএম সিদ্দিক কাজল, মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি আলমগীর হোসেন, শওকত হোসেন, গিয়াস উদ্দিন খন্দকার, রেজাউল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক বশিরুল হক নান্নু, গোলাম মোক্তাদির আলভী, আনোয়ার হোসেন রুমি, আশরাফুল আলম আকাশ, মিরন মাহমুদ, জুবায়ের হোসেন নোবেল, এবি সিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ শিকদার, অর্থ সম্পাদক মানিক কুমার সেন্ডি, সহ-অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, দফতর সম্পাদক আরমান হোসেন, সহ-দফতর সম্পাদক হারুনুজ্জামান, মহিলা সম্পাদিকা লুইপা তালুকদার, সহ-মহিলা সম্পাদিকা আসিয়া পারভীন, আইনবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আমিরুল ইসলাম ও প্রচার সম্পাদক আমিতাভ বিশ্বাস। বাংলাদেশ চলচ্চিত্র দর্শক সমিতি গঠন প্রসঙ্গে সভাপতি বড়ুয়া মনোজিত ধীমন বলেন, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার চলচ্চিত্র দর্শকদের নিয়ে এই সমিতি গঠন করা হয়েছে। সংগঠনটি বাংলাদেশের চলচ্চিত্র দর্শকদের প্রত্যাশা, মতামত ইত্যাদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা নিরসনে নানাবিধ কার্যক্রম পরিচালনা করবে বলে জানান তিনি।
×