ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে চলছে পুকুর ভরাটের মহোৎসব

প্রকাশিত: ০৩:৪৪, ৮ জুলাই ২০১৭

 কিশোরগঞ্জে চলছে পুকুর ভরাটের মহোৎসব

আইনের তোয়াক্কা না করে কিশোরগঞ্জে চলছে পুকুর ভরাটের মহোৎসব। ব্যক্তি মালিকানাধীন পুকুর থেকে শুরু করে একে একে ভরাট করা হচ্ছে পৌসভার নিজস্ব পুকুরও। অভিযোগ পাওয়া গেছে, ভরাটের পর সেখানে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে। কিশোরগঞ্জ শহরের ৩২ এলাকা। দেখে বোঝার উপায় নেই, এখানেই ছিল পৌর পুকুর। নাগরিকদের অত্যন্ত প্রয়োজনীয় এ পুকুরটি ভরাট করে নির্মাণ করা হয়েছে নগর মাতৃস্বাস্থ্য কেন্দ্র। একসময় পৌরসভার আওতায় ছিল আরও ১৩টি পুকুর আর ব্যক্তি মালিকানাধীন ছিল শতাধিক পুকুর। অথচ বেশির ভাগ পুকুরই এখন ভরাট। শহরে এখন হাতেগোনা যে কয়টি পুকুর রয়েছে, সেগুলোও প্রায় ব্যবহারের অনুপযোগী। অভিযোগ রয়েছে, সবচেয়ে বড় রথখলা আর নগুয়া এলাকার পুকুরটিও ভরাটের চেষ্টা চলছে। পৌর মেয়র অবশ্য দুয়েকটি পুকুর ভরাটের কথা স্বীকার করে বলেছেন, বাকিগুলো রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। শহরের কোথাও আগুন লাগলে পৌর এলকার পুকুরগুলোই ভরসা। তাই পানির ব্যবহার নিশ্চিত করতে পুকুর রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিসও। নানাবিধ উন্নয়ন কর্মকা-ের নামে পুকুর ভরাটের প্রক্রিয়া বন্ধ করে, পুকুরগুলো সংস্কার এবং পুকুরের চারপাশে ফুলের গাছ লাগিয়ে শহরের সৌন্দর্য বাড়ানোর দাবি কিশোরগঞ্জ পৌর এলাকার মানুষের। -স্টাফ রিপোর্টার
×