ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঢাকার জলজট

প্রকাশিত: ০৩:৪৪, ৮ জুলাই ২০১৭

সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঢাকার জলজট

স্টাফ রিপোর্টার ॥ ‘যাদের সমুদ্রবিলাসী মন, ঘুরে আসতে পারেন মিরপুর বা এর পার্শবর্তী এলাকায়, সাথে বৃষ্টিবিলাস ফ্রি।’ রাজধানীতে গত মঙ্গলবার ও বুধবার এই দুইদিনের বৃষ্টিতে মিরপুর এলাকার সড়কগুলোর চিত্র বর্ণনায় এমন উপমার আশ্রয় নিয়েছেন তামান্না জাহান দিশা। তার স্ট্যাটাসে সিনথিয়া রহমান প্রিয়াঙ্কা মন্তব্য করেছেন: মালিবাগের কাছে কেউ জিততে পারবে না এই বিষয়ে। সব দোকান বন্ধ পানি উঠে। গাড়ি হাফ পানিতে। কক্সবাজার টাকা খরচ করে মানুষ কেন যায় আল্লাহ জানে! সাংবাদিক শরীফুল হাসান লিখেছেন: ভাবছিলাম বৃষ্টি জলজট শুধু চট্টগ্রামে। ঢাকায় এসেও দেখি একই অবস্থা। আমার প্রস্তাব হলো, বড় শহরগুলোতে উবারের পাশাপাশি বৃষ্টির দিনে কুবের মাঝির সার্ভিস চালু হোক। তার পোস্টের নিচে রোকসানা মিলি লিখেছেন: আজকে সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় সমুদ্রের ঢেউ দেখে এটাই ভাবছিলাম ভাই। যত পরিকল্পিতই হোক পানি থেকে মুক্তি নাই। তাই পানিতে চলার বিকল্প ব্যবস্থাই কুবের মাঝিদের ফিরিয়ে আনা হোক। নগরীর রাস্তায় নৌকা চলার একটি ছবি শেয়ার করে তারেক মাহমুদ শাহেদ লিখেছেন: আমাদের এখানে উবার নয়, কুবের ট্রান্সপোর্ট চলে। রাস্তায় ঢেউ তোলা পানির ছবি শেয়ার করে মাসুম মিজান লিখেছেন: ঢেউ শুধু নদীতেই নয়, চালকরা আজ ঢাকার রাস্তায় ঢেউ তুলে গাড়ি চালাচ্ছেন। পুরান ঢাকার একটি রাস্তার ছবি শেয়ার করে মুসা আহমেদ লিখেছেন: টানা তিন ঘণ্টায় নাজিম উদ্দিন রোডে তিন ফুট, চকবাজার রোডে দুই ফুট, শিক্ষা বোর্ডের সামনে আড়াই ফুট, খাজে দেওয়ান ও শহীদ মিনার রোডে এক ফুটের বেশি পানি জমে আছে! বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর আহসানউল্ল্যাহ হলের নীচতলায় পানি উঠে যাওয়ার ছবি পোস্ট করে শুভ্র জ্যোতি টিকাদার লিখেছেন: বন্যাকবলিত আহসানউল্ল্যাহ হল। এভাবে হাস্যরসমূলক স্ট্যাটাসের মাধ্যমে অনেকেই ছবি এবং লেখা পোস্ট করে তুলে ধরেন বৃষ্টিপাতের ফলে নগরীর দুর্ভোগের চিত্র।
×