ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শান্তি উদ্যোগে সুস্পষ্ট সাড়া চেয়েছে সিউল

প্রকাশিত: ০৩:৪১, ৮ জুলাই ২০১৭

শান্তি উদ্যোগে সুস্পষ্ট সাড়া চেয়েছে সিউল

দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় বার্লিনে প্রস্তাবিত কোরীয় উপদ্বীপের বিষয়ে প্রেসিডেন্ট মুন জায়ে ইনের শান্তি উদ্যোগের প্রতি সুস্পষ্টভাবে সাড়া দেয়ার জন্য ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার (ডিপিআরকে) প্রতি আহ্বান জানিয়েছে। খবর জিনহুয়া অনলাইনের। একত্রীকরণ মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র লিইউ-জিন শুক্রবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, উপদ্বীপের শান্তি প্রতিষ্ঠার উপায় বের করার জন্য আন্তঃকোরীয় সহযোগিতা আবশ্যক। তিনি উপদ্বীপের শান্তির প্রতিষ্ঠার জন্য দক্ষিণ কোরিয়ার প্রস্তাবের প্রতি উত্তর কোরিয়ার ইতিবাচক সাড়া পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। প্রেসিডেন্ট মুন বৃহস্পতিবার বার্লিনে তথাকথিত কোরীয় উপদ্বীপ শান্তি উদ্যোগে উল্লেখিত প্রস্তাবটি উপস্থাপন করেন। তিনি তখন নেতৃস্থানীয় অর্থনীতির দেশগুলোর গ্রুপ অব টুয়েন্টির (জি টুয়েন্টি) শীর্ষ বৈঠকে যোগ দিতে জার্মানির বার্লিন সফরে ছিলেন। মুন উপদ্বীপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য তার সরকারের নীতি-কর্মপ্রণালী ব্যাখ্যা করেন। তিনি বলেন, দুই কোরিয়ার মধ্যে পারস্পরিক স্বীকৃতি ও মর্যাদার ভিত্তিতে পরমাণু অস্ত্র ও যুদ্ধের হুমকি থেকে তিনি উপদ্বীপকে মুক্ত করবেন। ১০ মে ক্ষমতায় আসা দক্ষিণ কোরীয় নতুন নেতা তার দুই পূর্বসূরি কিম দায়ে জুং ও রোহ মুন-হাইউ যে চুক্তিতে পৌঁছেছিলেন তা বাস্তবায়নের জন্য প্রস্তাব করেন। তারা ২০০২ ও ২০০৭ সালে পিয়ংইয়ংয়ে ডিপিআরকেয়ের প্রয়াত নেতা কিম জং ইলের সঙ্গে সাক্ষাত করেন। মুন কোরীয় উপদ্বীপকে পরমাণবিক অস্ত্রমুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। চীনে বন্যায় নিখোঁজ ৪৪ চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের নিংজিয়াং কাউন্টিতে বন্যাজনিত কারণে ৪৪ জন নিখোঁজ রয়েছে। তারা সকলেই মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার স্থানীয় বন্যা নিরোধ সদর দফতর এ কথা জানায়। খবর সিনহুয়ার। সদর দফতর জানায়, জুলাইয়ে প্রথম সপ্তাহ থেকে এ কাউন্টিতে প্রবল বর্ষণ শুরু হওয়ায় বিগত ৬০ বছরের মধ্যে এ অঞ্চলে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে। তারা জানায়, বন্যায় এ কাউন্টির প্রায় ৮ লাখ ১৫ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি কাউন্টির মোট জনসংখ্যার ৫৬ শতাংশ।
×