ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বৈশ্বিক উষ্ণতায় কার্বন-ডাই অক্সাইডের ভূমিকা সীমিত!

প্রকাশিত: ০৩:৪০, ৮ জুলাই ২০১৭

বৈশ্বিক উষ্ণতায় কার্বন-ডাই অক্সাইডের ভূমিকা সীমিত!

জলবায়ু বিজ্ঞানের মৌলিক প্রশ্ন হয়তো গ্রিনহাউস গ্যাস নিঃসরণে ভবিষ্যতে পৃথিবী কতটা উষ্ণ হবে তা নিয়ে করা। তবে এটার উত্তর দেয়াও অনেক কঠিন। এটি প্রতিনিয়ত বিতর্কিত হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে কিছু বিজ্ঞানী পরামর্শ দিয়েছেন আমাদের জলবায়ু হয়তো ভবিষ্যতে অনেক বেশি উষ্ণ হয়ে যাবে। যদিও যা পরামর্শ দেয়া হচ্ছে কিছুক্ষেত্রে তার পরিবর্তনও খুব কম দেখা যায়। জলবায়ুর পরিবর্তনগুলো আমরা ঐতিহাসিকভাবে একাকী নির্ণয় করতে পারি। কিছু বিজ্ঞানী পরামর্শ দিয়েছেন যে, প্রতীয়মান পরিবর্তনগুলো খুবই সংবেদনশীল হতে পারে। তারা ভবিষ্যতের জন্য ভবিষ্যদ্বাণী হচ্ছে, বর্তমানে মানুষের তৈরি গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য যে পরিমাণ উষ্ণতা দেখা যাচ্ছে তা অদূর ভবিষ্যতে আরও বাড়বে। খবর ওয়েবসাইটের। নতুন এক গবেষণায় দেখা গেছে, অতীতে যেসব সন্দেহ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। গবেষণাটি বুধবার সাইন্স এ্যাডভানসেস জার্নালে প্রকাশিত হয়। যা সর্বোপরি একটি সাহসী পদক্ষেপ হিসেবে আবির্ভূত হয়েছে। এজন্য যে এটি আমাদের বিভ্রান্তিপূর্ণ গ্রহের জন্য সুসংবাদ। আমাদের গ্রহের ভবিষ্যত বুঝতে বিজ্ঞানীদের এসব কর্মকা- ভাল খবর হিসেবে আবির্ভূত হয়। নতুন গবেষণায় দেখা গেছে, ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনে যেসব পরামর্শ দেয়া হয়েছে তারসঙ্গে নতুন গবেষণার মৌলিক পার্থক্য বিদ্যমান। উদাহরণস্বরূপ বলা যায়, যদি বায়ুম-লে কার্বন-ডাই-অক্সাইড শিল্পায়িত স্তরে দ্বিগুণ বাড়ে তাহলে পৃথিবীর যে কোন প্রান্তের তাপমাত্রা এক দশমিক পাঁচ ডিগ্রী সেলসিয়াস থেকে চার দশমিক পাঁচ ডিগ্রী সেলসিয়াস (দুই দশমিক সাত থেকে আট দশমিক এক ডিগ্রী ফারেনহাইট) পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা। তবে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গত দু ’শ বছর বা তারও বেশি সময়ের বায়ুম-ল পর্যবেক্ষণ করে দেখেছেন যে, কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা দ্বিগুণ করেও এটি পৃথিবীর যে কোন প্রান্তের তাপমাত্রা প্রকৃতঅর্থে সর্বোচ্চ মাত্র তিন ডিগ্রী সেলসিয়াস (পাঁচ দশমিক চার ডিগ্রী ফারেনহাইট) বৃদ্ধি করতে পারে।
×