ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কয়েক স্থানে ব্যারিকেড, যানবাহনে আগুন

হামবুর্গে পুলিশ-বিক্ষোভকারী ব্যাপক সংঘর্ষ ॥ আহত ৭৬

প্রকাশিত: ০৩:৩৯, ৮ জুলাই ২০১৭

হামবুর্গে পুলিশ-বিক্ষোভকারী ব্যাপক সংঘর্ষ ॥ আহত ৭৬

জার্মানির হামবুর্গে শিল্পোন্নত ২০টি দেশের সম্মেলন জি-২০ শুরুর আগে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৭৬ জন আহত হয়েছে। যাদের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে সম্মেলনবিরোধী বিক্ষোভকারীরাও আছে বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসি ও ইন্ডিপেন্ডেন্ট অনলাইনের। প্রায় ১২ হাজার বিক্ষোভকারী মুখোশ পরে মিছিল শুরু করে। তারা ‘নরকে স্বাগত’ বলে সেøাগান দেয়। তাদের থামাতে পুলিশ লাঠিপেটা শুরু করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ এক পর্যায়ে জলকামান ও পেপার স্প্রে নিক্ষেপ করে। পুলিশের দিকে বোতল, পাথর ও মশাল ছুড়ে পাল্টা জবাব দেয় তারা। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে ব্যারিকেড ও যানবাহনে আগুন ধরিয়ে দেয়। পুলিশের একটি হেলিকপ্টারের পাইলটকে বিভ্রান্ত করতে বিক্ষোভকারীরা বিভিন্ন দিকে ধারাবাহিকভাবে লেজার রশ্মি ছুড়ে মারে। সংঘর্ষ শুরু হওয়ার পর বিক্ষোভের আয়োজকরা জি-২০ সম্মেলনস্থলের দিকে যাত্রা বাতিল করে। তবে তারা বিভিন্ন রাস্তা দখল করে রাখে। যে কারণে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বলে পুলিশের ভাষ্য। সংঘর্ষের পর শহরের বিভিন্ন স্থানে স্বাস্থ্যকর্মীদের চিকিৎসা দিতে দেখা গেছে। অন্তত এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে দেখা গেছে। তাকে কম্বলে জড়িয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিক্ষোভের আগেই পুলিশ সংঘর্ষের ব্যাপারে সতর্ক করেছিল। তারা ঘরে বানানো অনেক অস্ত্র জব্দ করার কথাও জানিয়েছে। হামবুর্গে সম্মেলনের নিরাপত্তার কথা বিবেচনায় প্রায় ২০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা যেন সম্মেলনস্থলে পৌঁছাতে না পারে সেজন্য ভেন্যুর আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জি-২০ সম্মেলনের দুইদিন শুক্র ও শনিবার হামবুর্গজুড়ে অন্তত এক লাখ বিক্ষোভকারী উপস্থিত হবেন বলে ধারণা করা হচ্ছে। এবারের সম্মেলনে অংশ নেয়া দেশগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন ও মুক্ত বাণিজ্য নীতি নিয়ে তীব্র বাদানুবাদ হবে বলে বিশ্লেষকরা মনে করছেন। সম্মেলনের আগে জার্মানির চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল জলবায়ু পরিবর্তন বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানকে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছিলেন। মেক্সিকোর কারাগারে সংঘর্ষে ২৮ কয়েদি নিহত মেক্সিকোর একটি কারাগারে কয়েদিদের দুইটি দলের মধ্যে সংঘর্ষে অন্তত ২৮ কয়েদি নিহত হয়েছে। আকাপুলকো শহরের লাস ক্রুসেস কারাগারের সবচেয়ে সুরক্ষিত অংশে বৃহস্পতিবার মধ্যরাতের পর ওই সংঘর্ষ শুরু হয়। ছুরি মেরে, পিটিয়ে ও শিরোñেদ করে কয়েদিদের হত্যার এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন গুয়েরের গবর্নর। খবর বিবিসি অনলাইনের। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়েরের রাজ্যের সবচেয়ে বড় শহর আকাপুলকো মেক্সিকোর সবচেয়ে সংঘাতপূর্ণ এলাকাগুলোর একটি। যেখানে প্রচুর পরিমাণে মাদক দ্রব্য উৎপাদিত হয়। গুয়েরের নিরাপত্তা মুখপাত্র জানান, কারাগারের যে অংশে সংঘর্ষ হয়েছিল সেখানকার বিভিন্ন জায়গা এমনকি রান্নাঘর থেকেও মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে সেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের কোন প্রমাণ পাওয়া যায়নি।
×