ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নথি জাল করে জামিন নেয়া অস্ত্র মামলার আসামির জামিন বাতিল

প্রকাশিত: ০৮:০৬, ৭ জুলাই ২০১৭

নথি জাল করে জামিন নেয়া অস্ত্র মামলার আসামির জামিন বাতিল

স্টাফ রিপোর্টার ॥ মামলার এজাহার ও জব্দ তালিকার নথি জাল করে জামিন নেয়া অস্ত্র মামলার আসামি হুমায়ূন কবির ঝনুর জামিন বাতিল করেছে হাইকোর্ট। একই সঙ্গে তাকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। এদিকে ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রদল নেতা হত্যা মামলা নিয়ে নারাজি আবেদন গ্রহণ করার নির্দেশ দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। বৃহস্পতিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। এদিকে গাজীপুরের কাশিমপুরে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে কারখানার মালিক, মহাব্যবস্থাপক বা ব্যবস্থাপকের বিরুদ্ধে চব্বিশ ঘণ্টার মধ্যে মামলা করে তাদের গ্রেফতারের দাবিতে উকিল নোটিস পাঠিয়েছেন এক আইনজীবী। এজাহার ও জব্দ তালিকার নথি জাল করে জামিন নেয়া অস্ত্র মামলার আসামি হুমায়ূন কবির ঝনুর জামিন বাতিল করেছে হাইকোর্ট। একই মামলার আরেক আসামি হাইকোর্টে জামিন নিতে আসলে বৃহস্পতিবার এই জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।এরপর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ উপরোক্ত আদেশ দেয়। এই জালিয়াতির ঘটনায় কারা জড়িত সেই বিষয়ে মামলা দায়ের করতে রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশও দিয়েছে আদালত। গত বছরের ১৩ নবেম্বর জনসম্মুখে অস্ত্র ও গুলি কেনাবেচার অভিযোগে মুগদা থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। সেদিনই চারজনকে ওই মামলায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন - ফেরদৌস, হুমায়ূন কবির ঝনু, শহর আলী ও মানিক। আসামি ঝনু এই মামলায় গত ২৭ ফেব্রুয়ারি নথি জাল করে হাইকোর্ট থেকে জামিন নেন। বৃহস্পতিবার ওই মামলার অপর আসামি শহর আলী হাইকোর্টে জামিন চান। তার আইনজীবী নাসিমা আক্তার শানু আদালতকে বলেন, মামলার অপর আসামি ঝনু হাইকোর্টে জামিন পেয়েছেন। সেই হিসেবে শহর আলীও জামিন পেতে পারেন।তখন জামিন আবেদন পর্যালোচনা করে আদালত দেখতে পান যে মূল এজাহার ও জব্দ তালিকার নথি জাল করে জামিন আবেদন করেছিলেন ঝনু। যেখানে তার কাছ থেকে একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধারের বিষয়টি উল্লেখই ছিল না।পরে হাইকোর্ট ঝনুর জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
×