ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যুবলীগ নেতা কামাল হত্যা ॥ প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৮:০৫, ৭ জুলাই ২০১৭

যুবলীগ নেতা কামাল হত্যা ॥ প্রধান আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ টঙ্গী থানা যুবলীগের সাবেক সভাপতি কামাল খুনের চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামিকে আটক করেছে র‌্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানি। তার নাম মোঃ ফাহিম (৪৫)। সে ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন ১০নং সেক্টর এলাকার সাহাবুদ্দিনের ছেলে। র‌্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানি গাজীপুরের কোম্পানি কমান্ডার মোহাম্মদ মহিউল ইসলাম জানান, টঙ্গী রেলস্টেশনের গোল চত্বরের পাশে রেলওয়ের পরিত্যক্ত কলোনির একটি বাসায় দীর্ঘদিন ধরে ফাহিম ও তার অন্য বন্ধুদের সঙ্গে টঙ্গী থানা যুবলীগের সাবেক সভাপতি কামাল মাদক দ্রব্য সেবন ও জুয়া খেলে আসছিল। গত ১ জুলাই জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে বাগবিত-ার একপর্যায়ে কামাল উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা করে ফাহিম ও তার সহযোগীরা। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানি কমান্ডার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বে র‌্যাব সদস্যরা রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ১০নং সেক্টর এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি ফাহিমকে (৪৫) আটক করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
×