ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লর্ডস টেস্ট

প্রথম দিনে অধিনায়ক রুটের শতকে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

প্রকাশিত: ০৮:০৩, ৭ জুলাই ২০১৭

 প্রথম দিনে অধিনায়ক রুটের শতকে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ক্রিকেটের মক্কা’খ্যাত লর্ডসে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ। উদ্বোধনী দিনে আগে ব্যাট করে স্বাগতিক ইংল্যান্ড ভাল রান সংগ্রহ করেছে। বড় সংগ্রহের ইঙ্গিতই দিচ্ছে তারা। টসে জিতে আগে ব্যাট করে স্বাগতিক ইংল্যান্ড ৮৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫৭ রান করে। রান রেট ৪.১০। মূলত দলের অধিনায়ক এবং মিডল অর্ডার ব্যাটসম্যান জো রুটের দুর্দান্ত শতকেই ইংরেজবাহিনীর পক্ষে এই রান তোলা সম্ভব হয়। নিজের ৫৪তম টেস্টে দ্বাদশ শতক হাঁকানো রুট ১৮৪ রানে অপরাজিত আছেন (বল-২২৭, ৪-২৬টি, ৬-১টি)। এই লর্ডসেই তিনি ২০১৪ সালের ১২ জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ২০০ রানের উদ্ভাসিত ইনিংস খেলেছিলেন। বৃহস্পতিবার রুট ছাড়াও আরও দুই উইলোবাজ করেন অর্ধশতক। এরা হলেন বেন স্টোকস (৫৬) এবং মইন আলী (৬১*)। প্রোটিয়া গোলকবাজদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট পান ভারনন ফিল্যান্ডার (৩/৪৬)। এছাড়া ১টি করে উইকেট লাভ করেন মরনে মরকেল (১/৬৪) এবং কাগিসো রাবাদা (১/৯৪)। এখন দেখার বিষয়, দ্বিতীয় দিনে ২৬ বছর বয়সী ও ডান হাতি ব্যাটসম্যান তার ক্যারিয়ারের তৃতীয় দ্বি-শতকটি হাঁকাতে পারেন কি না (রুটের ক্যারিয়ার ইনিংস ২৫৪, বিপক্ষ পাকিস্তান, ভেন্যু-ম্যানচেস্টার, ২২ জুলাই, ২০১৬)।
×