ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নজরুলসঙ্গীত শিল্পী খালিদ হোসেন গুরুতর অসুস্থ

প্রকাশিত: ০৭:৫৯, ৭ জুলাই ২০১৭

নজরুলসঙ্গীত শিল্পী খালিদ হোসেন গুরুতর অসুস্থ

স্টাফ রিপোর্টার ॥ নজরুলসঙ্গীত শিল্পী ও নজরুল গবেষক খালিদ হোসেন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার শিল্পীর বোন মাহমুদা হোসেন জানান, সোমবার দুপুরে জ্বর ও বুকে ব্যথা বেড়ে গেলে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এখনও তার অবস্থার কোন উন্নতি হয়নি। তিনি জানান, বেশ কয়েক বছর আগে খালিদ হোসেনের ওপেন হার্ট সার্জারি হয়েছিল। এরপর প্রায়ই তিনি অসুস্থতায় ভুগতেন। একাধিকবার হাসপাতালেও ভর্তি হতে হয়েছে তাকে। এ পর্যন্ত খালিদ হোসেনে ছয়টি নজরুলসঙ্গীতের এ্যালবাম প্রকাশিত হয়েছে। তার একমাত্র আধুনিক গানের এ্যালবাম ‘চম্পা নদীর তীরে’। এছাড়া তার ১২টি ইসলামী গানের এ্যালবামও রয়েছে। নজরুলসঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক পেয়েছেন।
×