ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন গবেষণা

প্রকাশিত: ০৬:৫৯, ৭ জুলাই ২০১৭

নতুন গবেষণা

চোখের পাপড়িতে এলইডি ডিজিটাল ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে ছোট ছোট এলইডি বাতি দিয়ে কৃত্রিম পাপড়ি তৈরি করেছেন তিয়েন ফেম নামের এক ডিজাইনার। ব্যবহারকারীদের নড়াচড়া শনাক্ত করে জ্বলতে ও নিভতে পারে ‘এফল্যাশেস’ নামের পাপড়িটি। এটি ব্যবহারের জন্য কোন সার্জারিরও দরকার নেই। ওজনে হালকা হওয়ায় সাধারণ আঠা দিয়েই চোখে পরা যাবে। ৩.৩ ভোল্টের ব্যাটারিটিতে চলা পাপড়িটি একটানা চার ঘণ্টা ব্যবহারের সুযোগ মিলবে। এটি সাতটি রঙে আগামীতে বাজারে আসবে। সূত্র : ডেইলি মিরর পণ্য পৌঁছাবে চালকহীন ভ্যান অনলাইনে ফরমায়েশ দিলেই ঘরে নিত্যপ্রয়োজনীয় সব পণ্য পৌঁছে দেবে চালকহীন ভ্যান। শুনতে অবাক লাগলেও এরই মধ্যে যুক্তরাজ্যের লন্ডন শহরে পরীক্ষামূলকভাবে গাড়িটির সাহায্যে পণ্য পৌঁছানোর কাজ শুরু করেছে দেশটির অনলাইন সুপার মার্কেট ‘ওকাডো’। কার্গোপড নামের ইলেকট্রিক গাড়িটি প্রতি চার্জে ২৫ মাইল পথ চলতে পারে। গতিও খুব বেশি নয়, সর্বোচ্চ ১৮ মাইল। তবে আকারে ছোট হওয়ায় একসঙ্গে বেশি পণ্য পরিবহন করতে পারে না। আর তাই প্রাথমিকভাবে শুধু দক্ষিণ-পূর্ব লন্ডনের নির্দিষ্ট এলাকায় পণ্য পরিবহনে ব্যবহার করা হচ্ছে গাড়িটি। সূত্র : ডেইলি মেইল ল্যাম্প ক্যামেরাযুক্ত প্রজেক্টর টেবিল বা যেকোন স্থানকেই স্পর্শনির্ভর স্ক্রিন হিসেবে ব্যবহারের সুযোগ দেবে ‘ডেস্কটপোগ্রাফি’। প্রজেক্টরটি কাজে লাগিয়ে স্মার্টফোনের স্ক্রিনকে বড় করে দেখার পাশাপাশি সেগুলোতে স্পর্শ করে বিভিন্ন কাজও করা যাবে। টেবিল ল্যাম্পের আদলে তৈরি ক্যামেরাযুক্ত প্রজেক্টরটি স্মার্টফোনের ইন্টারফেস বিম আকারে প্রদর্শন করতে পারে। সূত্র : বিবিসি
×