ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কমনওয়েলথ দাবায় জিয়া-শিরিনের জয়

প্রকাশিত: ০৬:৩০, ৭ জুলাই ২০১৭

কমনওয়েলথ দাবায় জিয়া-শিরিনের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠানরত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ৪ খেলায় ৩ পয়েন্ট করে, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ আড়াই পয়েন্ট, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, ফিদেমাস্টার তৈয়বুর রহমান, মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা ও হানিফ মোল্লা ২ পয়েন্ট করে, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও মহিলা ফিদেমাস্টার শারমিন সুলতানা শিরিন ১ পয়েন্ট করে পেয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত ওপেন গ্রুপের চতুর্থ রাউন্ডের খেলায় জিয়া ভারতের থানকি হিমাল থানকানজিকে এবং শিরিন শ্রীলঙ্কার জিপিওয়াই বিজয়সুরিয়াকে হারান। রাকিব ভারতের এরিগাইসি অর্জুনের সঙ্গে ড্র করেন। নিয়াজ ভারতের গ্র্যান্ডমাস্টার অভিজিৎ গুপ্তার কাছে, রাজীব ভারতের মৃদুল দেহানকারের কাছে, তৈয়ব ভারতের প্রাণ বন্দনার কাছে, লিজা ভারতের আন্তর্জাতিক মাস্টার প্রবীণ কুমারের কাছে ও রানী হামিদ দক্ষিণ আফ্রিকার ক্লেভানাস্কির এরনের কাছে হেরে যান। হানিফ ভারতের আরিয়ান সিংহের বিরুদ্ধে ওয়াকওভার পান। দিনব্যাপী তৃণমূল ফুটবল স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফের) ব্যবস্থাপনায় ‘এএফসি গ্রাসরুটস্ ডে ২০১৭’ উদ্যাপন উপলক্ষে ১০০ ক্ষুদে ফুটবলারদের সমন্বয়ে ৮টি ফুটবল দলের অংশগ্রহণে মতিঝিলের বাফুফে ভবনের আর্টিফিসিয়াল টার্ফে দিনব্যাপী এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় সকাল ১১টা থেকে। ফাইনাল অনুষ্ঠিত হবে বিকেল ৫টায়। এই টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন বাফুফের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। এবারের মৌসুমে পাঁচ এল ক্লাসিকো স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন মৌসুমে জম্পেশ লড়াই উপভোগ করার সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা। কেননা এবার পাঁচ পাঁচটি এল ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা। এর মধ্যে চারদিনের ব্যবধানেই দুটি এল ক্লাসিকো উপভোগ করতে পারবেন ফুটবলভক্তরা। জোড়া এল ক্লাসিকো দিয়েই বার্সিলোনার নতুন কোচ আর্নেস্টে ভালভার্দের অভিষেক হচ্ছে। স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে আগামী ১১ আগস্ট মুখোমুখি হবে রিয়াল-বার্সা। তিনদিন পর হবে ফিরতি লেগ। এই দুই ক্লাসিকোর আগে অবশ্য যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একটি প্রীতি ম্যাচেও মাঠে নামবে দুই স্প্যানিশ পরাশক্তি। যে ম্যাচটি চলতি মাসের শেষে অনুষ্ঠিত হবে। বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় প্রথম লেগ হবে বার্সিলোনার ঘরের মাঠ ন্যুক্যাম্পে। এর তিনদিন পরই সান্টিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে দু’দল। প্রথম লেগ ১১ আগস্ট নিশ্চিত হলেও ১৪ তারিখের দ্বিতীয় লেগের ব্যাপারে খানিকটা কিন্তু রেখে দিয়েছে স্প্যানিশ ফুটবল সংস্থা এফএ। এই তিনটি ছাড়াও স্প্যানিশ লা লিগায় আরও দু’টি ক্লাসিকোতে মুখোমুখি হবে বার্সা-রিয়াল। এবার এল ক্লাসিকোর আগে কিছুটা হলেও ক্লান্ত থাকবে রিয়াল খেলোয়াড়রা। কারণ এর মাত্র তিনদিন আগে উয়েফা সুপার কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে হবে রোনাল্ডো-রামোসদের। লর্ডসে মর্যাদার ম্যাচে নামতে উন্মুখ আফগানরা স্পোর্টস রিপোর্টার ॥ লর্ডস ক্রিকেট গ্রাউন্ডকে বলা হয় ‘ক্রিকেট মক্কা’। ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডে এই বিখ্যাত ক্রিকেট ভেন্যুটি অবস্থিত। তবে এই মাঠে এখন পর্যন্ত খেলার সুযোগ হয়নি আফগানিস্তান ক্রিকেট দলের। সেই সুযোগ হচ্ছে এবার সম্প্রতিই টেস্ট মর্যাদা পাওয়া দলটির। ১১ জুলাই মর্যাদাপূর্ণ ম্যাচে তারা মুখোমুখি হবে বিখ্যাত মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি)। ঐতিহাসিক ওই ম্যাচটি হবে ৫০ ওভারের ওয়ানডে। সেই ম্যাচকে ঘিরে দারুণ উত্তেজনায় আছে আফগান ক্রিকেটাররা। গত মাসেই আয়ারল্যান্ডের সঙ্গে আফগানিস্তানও টেস্ট মর্যাদা লাভ করে। এবার বিশ্বের হোম অব ক্রিকেট নামে পরিচিত লর্ডসে এমসিসির সঙ্গে ম্যাচ খেলবে আফগানিস্তান। আর এ বিষয়টি নিয়ে আফগান ক্রিকেট বোর্ড দারুণ উত্তেজনায় আছে। এ বিষয়ে বোর্ডের সিনিয়র মিডিয়া রিলেশন্স কর্মকর্তা ফরিদ হোতাক বলেন, ‘আমাদের জাতীয় দল এমসিসির সঙ্গে খেলবে। কিংবদন্তি ক্রিকেটারদের সমন্বয়ে গড়া দল সেটি। এটা আমাদের জন্য বিশাল এক সম্মান হতে যাচ্ছে। আমাদের অনেক বড় অভিজ্ঞতা হবে। কারণ আমরা প্রথমবারের মতো সেখানে খেলতে যাচ্ছি।’ আফগানিস্তান দলের বেশ কয়েকজন ক্রিকেটার ইতোমধ্যেই সারাবিশ্বের অন্যতম মনোযোগের কেন্দ্রে পৌঁছে গেছেন। এর মধ্যে তরুণ লেগস্পিনার রশিদ খান এবং অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নবি অন্যতম।
×