ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উইম্বলডনের পুরুষ এককে সোঙ্গা-নিশিকোরির জয়

তৃতীয় পর্বে নাদাল-মারে

প্রকাশিত: ০৬:২৯, ৭ জুলাই ২০১৭

তৃতীয় পর্বে নাদাল-মারে

স্পোর্টস রিপোর্টার ॥ উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন এ্যান্ডি মারে। এবারও ফেবারিট হিসেবে কোর্টে নেমেছেন গ্রেট ব্রিটেনের এই টেনিস তারকা। তবে সঠিক পথেই এগুচ্ছেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই। দারুণ জয়েই মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের তৃতীয় পর্বে জায়গা করে নিয়েছেন এ্যান্ডি মারে। বুধবার রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছেন জো উইলফ্রেইড সোঙ্গা, রাফায়েল নাদাল, কেই নিশিকোরি, মারিন চিলিস এবং ফ্যাবিও ফোগনিনিও। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জ্যামাইকান-জার্মান জাস্টিন ব্রাউনের মুখোমুখি হয়েছিলেন এ্যান্ডি মারে। দুই বছর আগের ঘটনা। ৩২ বছর বয়সী তারকা লাইমলাইটে আসেন রাফায়েল নাদালকে উইম্বলডন থেকে বিদায় করে। যে কারণেই ব্রাউনকে মোকাবেলার আগে অনেক দুশ্চিন্তা করেছিলেন মারে। কিন্তু টেনিস কোর্টে বিসদৃশ কোন কিছুই দেখা যায়নি। সেন্টার কোর্টে জার্মান তারকাকে ৬-৩, ৬-২ ও ৬-২ সরাসরি সেটে উড়িয়ে দেন স্কটিশ টেনিস তারকা। বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা মারে। কিন্তু শীর্ষে ওঠার পর নিজেকে যেন হারিয়ে ফেলছিলেন ব্রিটিশ তারকা। মৌসুমের প্রথম দুই গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে তো খুঁজেই পাওয়া যায়নি তাকে। তবে অল ইংল্যান্ড ক্লাবে দারুণভাবেই শুরু করেছেন তিনি। প্রথম দুই ম্যাচে টানা জয় তুলে নিয়েছেন মারে। ম্যাচ শেষে ব্রিটিশ টেনিস তারকা তাই দারুণ রোমাঞ্চিত। তবে তৃতীয় রাউন্ডেই অগ্নিপরীক্ষা মারের। কেননা তার সামনে বড় বাধা যে এখন ইতালির ফ্যাবিও ফোগনিনি। দ্বিতীয় রাউন্ডে এই ইতালিয়ান তারকা ৭-৬, ৬-৪ ও ৬-২ সেটে জিরি ভেসলিকে হারিয়ে তৃতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেন। এদিকে দ্বিতীয় রাউন্ডের অন্য ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ইয়াংকে হারিয়ে পরবর্তী রাউন্ডে নাম লিখিয়েছেন রাফায়েল নাদাল। স্প্যানিশ টেনিস তারকা এদিন ৬-৪, ৬-২ এবং ৭-৫ সেটে পরাজিত করেন ইয়াংকে। গত এক দশক ধরেই টেনিস কোর্টে রাজত্ব করছেন নাদাল। কিন্তু হঠাৎ করেই যেন টেনিস কোর্টে নিষ্প্রভ হয়ে পড়েন তিনি। তবে চলতি মৌসুমেই যেন স্বরূপে ফিরেন এই স্প্যানিয়ার্ড। মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনেই ফাইনাল খেলেন তিনি। দুর্ভাগ্য তার, শিরোপা জয়ের লড়াইয়ে রজার ফেদেরারের কাছে হেরে যান নাদাল। তবে ফ্রেঞ্চ ওপেনে দুর্বার এই স্প্যানিশ টেনিস তারকা। দুর্দান্ত পারফর্ম করে রেকর্ড দশম শিরোপা জয়ের রেকর্ড গড়েন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা।
×