ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব ॥ ক্যাম্পের কলেবর ছোট করলেন বাংলাদেশ ফুটবল দলের কোচ এ্যান্ড্রু অর্ড,

কাতারে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:২৭, ৭ জুলাই ২০১৭

কাতারে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ যতই দিন যাচ্ছে ততই ছোট হয়ে আসছে অর্ড বাহিনীর সদস্য সংখ্যা। কমেছে আরও চার জন। অর্থাৎ বাংলাদেশ অনুর্ধ-২৩ জাতীয় ফুটবল দলের ৩২ ফুটবলার থেকে কমে সংখ্যাটা এখন দাঁড়িয়েছে ২৮-এ। সাভারের জিরানির বিকেএসপিতে চলমান অনুশীলন ক্যাম্প থেকে ছাঁটাই হয়েছেন চার ফুটবলার মেহেবুব হাসান নয়ন, কৌশিক বড়ুয়া, আবদুল মালেক এবং মান্নাফ রাব্বি। এখন এই ২৮ জন থেকে কোচ এ্যান্ড্রু অর্ড পারফর্মেন্স-ফিটনেস দেখে বাদ দেবেন আরও পাঁচ ফুটবলারকে। আর তখনই চূড়ান্ত হয়ে যাবে ২৩ জনের স্কোয়াড, যারা ফিলিস্তিনে গিয়ে অংশ নেবে এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে। এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বকে সামনে রেখে প্রায় একমাস ধরে চলছে বাংলাদেশ অনুর্ধ-২৩ জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প। এর আগে ক্যাম্প ছিল ৫৪ জনের। তা কেটেছেঁটে ৩২ জনে নামিয়ে আনা হয়। এরপর ফিলিস্তিনে যাওয়ার আগে তা আরও ছোট করে ২৩-এ নামিয়ে আনার কথা শুক্রবার। এএফসির টুর্নামেন্টে অংশ নেয়ার আগে মোট চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে অর্ডবাহিনী। এর ধারাবাহিকতায় আজ শুক্রবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা আবাহনী লিমিটেডের সঙ্গে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে যুবারা। এই ম্যাচ দেখেই ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করতে পারেন অর্ড। যুবারা স্থানীয় দুই দল ছাড়াও দুটি বিদেশী দলের সঙ্গেও প্রস্তুতি ম্যাচ খেলবে। সিডিউল অনুযায়ী তাদের আগামী ১১ জুলাই কাঠমান্ডুতে নেপাল অনুর্ধ-২৩ দল এবং ঢাকায় ১৪ জুলাই শ্রীলঙ্কা বিমানবাহিনী দলের বিপক্ষে খেলার কথা। তবে শ্রীলঙ্কা সরকারের অনুমতি না পাওয়াতে বিমানবাহিনী দলটি ঢাকায় খেলতে আসতে পারছে না। তবে এজন্য প্রস্তুতি ম্যাচের সংখ্যা কমে যায়নি যুব দলের জন্য। ইতোমধ্যেই বাফুফের তৎপরতায় বিকল্প আরেকটি ম্যাচ (্এ্যাওয়ে) খেলার বন্দোবস্ত করে ফেলেছে তারা। যুব দল কাতারে গিয়ে সেখানকার অনুর্ধ-২৩ দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। নতুন সিডিউল অনুযায়ী বাংলাদেশ যুব দল নেপালে প্রস্তুতি ম্যাচ খেলার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে আগামী ৯ জুলাই। সেখানে ম্যাচ খেলে কাতারের উদ্দেশে কাঠমান্ডু ছাড়বে ১২ জুলাই। সেখানে ১৩ জুলাই কাতার যুব দলের সঙ্গে ম্যাচ খেলবে অর্ডবাহিনী। সেখানে তিন দিন অবস্থান করে অনুশীলন করবে তারা। এরপর ১৭ জুলাই রওনা হবে জর্দানের উদ্দেশে। সেখান থেকে ফিলিস্তিনে ঢুকবে তারা। আগামী ১৯-২৩ জুলাই ফিলিস্তিনে অনুষ্ঠিত হবে এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ‘ই’ গ্রুপের খেলা। যেখানে বাংলাদেশের গ্রুপে আছে জর্দান, তাজিকিস্তান আর স্বাগতিক ফিলিস্তিন। এএফসির এই বাছাই হচ্ছে বিভিন্ন দেশে। ১০টি গ্রুপে ৪০ দেশ লড়াই করছে। আগামী বছর চীনে হবে চূড়ান্ত পর্ব। গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো চূড়ান্ত পর্বে উঠবে। সঙ্গে ৫টি সেরা রানার্সআপ দলও উঠবে।
×