ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শান্তর সেঞ্চুরিতে দাপুটে জয় পেল এইচপি দল

প্রকাশিত: ০৬:২৬, ৭ জুলাই ২০১৭

শান্তর সেঞ্চুরিতে দাপুটে জয় পেল এইচপি দল

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ায় নর্দার্ন টেরিটরির বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দাপটে জয় পেয়েছে হাই পারফর্মেন্স (এইচপি) দল। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৭০ রানের বিশাল জয় মিলেছে। প্রথম ওয়ানডেতে ১ উইকেটে জিতেছিল সফরকারীরা। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জিতল এইচপি দল। সামনে আরও তিনটি ওয়ানডে ও একটি তিনদিনের ম্যাচ রয়েছে। আজ তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ৯ ও ১১ জুলাই যথাক্রমে চতুর্থ ও পঞ্চম ওয়ানডে খেলবে এইচপি দল। অস্ট্রেলিয়া নর্দার্ন টেরিটরি ক্রিকেট দলের বিপক্ষে এমসিজি ১ (মারারা ক্রিকেট গ্রাউন্ড) গ্রাউন্ডে খেলা হবে। ওয়ানডে সিরিজ শেষে ১৩ থেকে ১৫ জুলাই তিনদিনের একটি ম্যাচ হবে। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির বিপক্ষে প্রথম ম্যাচে কষ্টার্জিত ১ উইকেটের জয় মিলেছিল। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে এইচপি দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৩ রান করে বিসিবি এইচপি একাদশ। দলের পক্ষে সেঞ্চুরি করেছেন তরুণ নাজমুল হাসান শান্ত। ১০১ রান করেছেন শান্ত। এছাড়া ইরফান শুক্কুর করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান। এনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে ৫৮ রান। ৩১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে ২৪৩ রানেই গুটিয়ে যায় নর্দার্ন টেরিটরি একাদশ। বিসিবি এইচপি দলের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন সাইফউদ্দিন। এছাড়া এবাদত হোসেন পেয়েছেন ২টি উইকেট। এ সফরের উদ্দেশ্যই ছিল ক্রিকেটারদের ভালভাবে ঝালাই করা। দেখা তারা কি রকম খেলে। সামনে জাতীয় দলে তাদের বিবেচনা করা হচ্ছে। লিটন কুমার দাস ও এনামুল হক বিজয়কেই বেশি করে দেখা হচ্ছে। লিটন প্রথম ম্যাচে ভাল ব্যাটিং করেন। দ্বিতীয় ম্যাচে বিজয় ভাল ব্যাটিং করেন। দেশ ছাড়ার আগে বিজয় বলেছিলেন, ‘ঘরোয়া ক্রিকেটে যে ম্যাচগুলো খেলেছি ওগুলো বাড়তি আত্মবিশ্বাস দেবে। ওই সাহসটা নিয়ে যাচ্ছি। জানি না ওই টিম, উইকেট কেমন হবে। প্রথমবারের মতো যাচ্ছি। আমার কাছে মনে হয় ওগুলো দেখে শুনে যদি আশাবাদী হই, তাহলে ভাল কিছু করতে পারব। আত্মবিশ্বাস আছে। বাড়তি সাহস আছে। যেহেতু হার্ডওয়ার্ক অনেকদিন ধরে করছি। আশাকরি ভাল কিছু করার।’ প্রথম ম্যাচে ভাল করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ভাল ব্যাটিং করেছেন। এখন সামনের ম্যাচগুলোতে কি করেন, সেদিকেই নজর থাকছে। তবে শান্ত ঠিকই নিজেকে মেলে ধরেছেন। স্কোর ॥ বিসিবি এইচপি একাদশ ॥ ৩১৩/৭ ৫০ ওভার (নাজমুল হাসান শান্ত ১০১, ইরফান শুক্কুর ৬০, এনামুল হক বিজয় ৫৮)। নর্দার্ন টেরিটরি একাদশ ॥ ২৪৩/১০ ৪৫.৩ ওভার (সাইফউদ্দিন ৪/৩৬, এবাদত হোসাইন ২/৩৫)। ফল ॥ বিসিবি এইচপি একাদশ ৭০ রানে জয়ী।
×