ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

থেমে গেল কেভিতোভার জয়রথ

প্রকাশিত: ০৬:২৫, ৭ জুলাই ২০১৭

থেমে গেল কেভিতোভার জয়রথ

স্পোর্টস রিপোর্টার ॥ উইম্বলডনে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন সিমোনা হ্যালেপ, ভেনাস উইলিয়ামস, এলিনা সিতলিনা, জোহানা কন্টা, ডোমিনিকা সিবুলকোভা, ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন জেলেনা ওস্টাপেঙ্কো। তবে থেমে গেল পেত্রা কেভিতোভার জয়রথ। মার্কিন যুক্তরাষ্ট্রের মেডিসন ব্রেঞ্জলের কাছে হেরে মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা। দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা। ২০১১ সালে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জয়ের পর ২০১৪ সালে দ্বিতীয়বারের মতো উইম্বলডনের ট্রফি উঁচিয়ে ধরেন তিনি। কিন্তু বাকি সময়টাতে আর নিজেকে মেলে ধরতে পারেননি চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা। গত বছরের শেষদিকে তো ক্যারিয়ারকেই হুমকির মুখে ফেলে দিয়েছিলেন তিনি। নিজের বাড়িতেই দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছিলেন দুইবারের উইম্বলডন জয়ী এই টেনিস তারকা। এরপর অনেকেই তার টেনিস কোর্টে ফেরা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। কিন্তু সব সংশয়-শঙ্কা দূরে ঠেলে দারুণভাবেই কোর্টে ফিরেন পেত্রা কেভিতোভা। শুরুটা করেন মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন দিয়ে। প্রথম ম্যাচে জয় দিয়েই দ্বিতীয় অধ্যায় শুরু করেন তিনি। তবে রোলাঁ গ্যারোয় খুব বেশিদূর এগুতে পারেননি চেক তারকা। তবে গত মাসে বার্মিংহ্যামে শিরোপা জিতে গোটা টেনিস বিশ্বকেই চমকে দেন তিনি। যে কারণেই উইম্বলডনে বেশ ফেবারিট হিসেবেই ধরা হয়েছিল তাকে। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই থেমে গেল তার জয়রথ। তবে হেরে গেলেও নিজের পারফর্মেন্সে সন্তুষ্ট প্রকাশ করেছেন কেভিতোভা। এ বিষয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে অবশ্য আমি শূন্য। তবে আমার শরীর এখনও পুরোপুরি যে ফিট তা বলা যাবে না। কিন্তু মানসিকভাবে আমি খুবই খুশি। কেননা এটা আমার কাছে ঠিক রূপকথার মতোই। আমি এখন শুধুই সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছি।’ এদিকে কেভিতোভাকে বিদায় করে দারুণ খুশি মেডিসন ব্রেঞ্জল। ২০১৫ সালে উইম্বলডনে অভিষেক হয়েছিল তার। সেবার অবশ্য ভেনাস উইলিয়ামসের কাছে ৬-০ এবং ৬-০ ব্যবধানে হেরে টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়েছিলেন। কিন্তু এই মৌসুমের শুরু থেকেই দারুণভাবে কোর্টে ফিরেন তিনি। কেননা জানুয়ারির প্রথম সপ্তাহে অকল্যান্ডে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা সেরেনা উইলিয়ামসকে হারিয়েছিলেন ব্রেঞ্জল। এবার কেভিতোভাকে হারানোর ফলে নিঃসন্দেহে তার আত্মবিশ্বাস বেড়ে গেছে বহুগুণে। কেভিতোভা বিদায় নিলেও জয়ের ধারায় রয়েছেন হ্যালেপ-আজারেঙ্কারা। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই সিমোনা হ্যালেপ। বুধবার দ্বিতীয় পর্বের ম্যাচে তিনি ৭-৫ এবং ৬-৩ সেটে পরাজিত করেন ব্রাজিলের বিয়াট্রিজ হাদ্দাদ মাইয়াকে। ভেনাস উইলিয়ামস ৪-৬, ৬-৪ এবং ৬-১ সেটে চীনের কিয়াং ওয়াংকে হারিয়ে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন। তবে এবারের আসরে বড় চমকের নাম ভিক্টোরিয়া আজারেঙ্কা। কেননা গত ডিসেম্বরে মা হওয়ার পর দীর্ঘদিন কোর্টের বাইরে থাকার পর উইম্বলডনে ফিরেই যে দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। দ্বিতীয়পর্বে বেলারুশ সুন্দরী ৬-৩ এবং ৬-৩ সেটে পরাজিত করেছেন রাশিয়ার এলিনা ভেসনিনাকে। চমকপ্রদ পারফর্মেন্স করছেন জেলেনা ওস্টাপেঙ্কোও। লাটভিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে যিনি গত মাসেই ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েন। টুর্নামেন্টের ১৩তম বাছাই উইম্বলডনের দ্বিতীয়পর্বে ৪-৬, ৭-৬ এবং ৬-৩ সেটে পরাজিত করেন কানাডার ফ্র্যাঙ্কোইজ এ্যাবান্ডাকে। জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন স্বাগতিক দুই তারকা খেলোয়াড় জোহানা কন্টা এবং হিথার ওয়াটসনও। এছাড়াও দারুণ জয়ে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের টিকেট কেটেছেন সেøাভাকিয়ার অষ্টম বাছাই ডোমিনিকা সিবুলকোভা, ইউক্রেনের চতুর্থ বাছাই এলিনা সিতলিনা, ফ্রান্সের ২১তম বাছাই ক্যারোলিন গার্সিয়া এবং ইতালিয়ান তারকা ক্যামিলা জিওর্জি।
×