ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ্যাসেক্সে খেলতে ছাড়পত্র পেলেন তামিম

প্রকাশিত: ০৬:২৫, ৭ জুলাই ২০১৭

এ্যাসেক্সে খেলতে ছাড়পত্র পেলেন তামিম

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাসেক্সের হয়ে এবার কাউন্টি ক্রিকেটে খেলবেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্রও পেয়ে গেছেন তিনি। বৃহস্পতিবার বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনই তামিমের ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, ‘তামিম আমাদের কাছে আবেদন করেছে। আমরা তার যাওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছি। বোর্ডের পক্ষ থেকে তাকে অনাপত্তিপত্র দেয়া হয়েছে।’ এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ব্যাটিং করেছেন তামিম। নজর কেড়েছেন। ব্যাটসম্যানদের মধ্যে সেরা তিনে ছিলেন। ৪ ম্যাচ খেলে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরিসহ ২৯৩ রান করেছেন। তামিমের অসাধারণ ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্ট টুর্নামেন্টে তামিমের সঙ্গে চুক্তি করতে চেয়েছে এ্যাসেক্স। যে দলটি টুর্নামেন্টে এ্যাসেক্স ঈগলস হয়ে খেলে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সময় ইংল্যান্ডে থাকতেই তামিম খেলার জন্য রাজি হন। চুক্তিও করেন। আজই শুরু হচ্ছে টুর্নামেন্টটি। চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। আজ তামিমের এ্যাসেক্সের ম্যাচও রয়েছে। যদিও তামিম এই ম্যাচে অংশ নেবেন বলে কোন খবর নেই। দ্রুতই ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন তামিম। তবে কবে যাবেন তা নিশ্চিত নয়। যেহেতু এখন জাতীয় দলের খেলা নেই। তাই তামিম সানন্দেই কাউন্টি ক্রিকেট খেলতে পারবেন। ১০ জুলাই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্দেশ্যে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। সেই ক্যাম্পেও তামিমের থাকার বাধ্যবাধকতা নেই। কারণ ছাড়পত্র পেয়ে গেছেন তামিম। গ্রুপপর্বে এ্যাসেক্সের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ আগস্ট। সেটি গ্রুপপর্বেরই শেষ ম্যাচ। এরপর নকআউট পর্ব শুরু হবে যদি অস্ট্রেলিয়া দল বাংলাদেশে খেলতে আসে। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে ২৭ আগস্ট। স্বাভাবিকভাবেই যখন তামিম ইংল্যান্ডে যাবেন, দলের সঙ্গে যোগ দেবেন, এরপর থেকে গ্রুপপর্বের সব ম্যাচই খেলতে পারবেন। গ্রুপপর্ব পর্যন্তই খেলতে পারবেন তামিম। এরপর দেশে ফিরে আসতে হবে তাকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলতে নামার জন্য দলের সঙ্গে যোগ দিতে হবে। কয়েকদিন অনুশীলন করে অসিদের বিপক্ষে খেলতে নামতে হবে। এরআগেও তামিম কাউন্টি ক্রিকেটে খেলেছিলেন। ২০১১ সালে প্রথমবার ইংলিশ কাউন্টি ক্রিকেট লীগে অংশ নেন তামিম ইকবাল। সেবার নটিংহ্যামশায়ারের হয়ে তামিম খেলেছিলেন। ৫টি ম্যাচ খেলেছিলেন। এবার সময়টা ভাল পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট খেলা নেই। অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। এসেক্স ইগলস দলের নেতৃত্বে রয়েছেন ডাচ অলরাউন্ডার রায়ান টেন ডেসকাট। দলে রয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ্যালিস্টার কুক, রবি বোপারা, আসহার জাইদি, জেমস ফস্টারের মতো ক্রিকেটাররা।
×