ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে পাল্টাপাল্টি মানববন্ধন

প্রকাশিত: ০৬:০৫, ৭ জুলাই ২০১৭

ঈশ্বরদীতে পাল্টাপাল্টি মানববন্ধন

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর বিরুদ্ধে মাছ লুটের অভিযোগে যুবলীগ নেতার মামলা দায়েরের ঘটনায় বৃহস্পতিবার ঈশ্বরদীতে পাল্টাপাল্টি মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পৌর চত্বরে সকাল সাড়ে দশটায় পৌর কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয় । এ সময় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন, কাউন্সিলর ও প্যানেল মেয়র সাঈদ হাসান শিমুল,কাউন্সিলর কামাল হোসেন, আবুল হাশেম, আমিনুর রহমান, ইউসুফ প্রধান, কামাল আশরাফি, ফিরোজা বেগম, রহিমা খাতুন, ফরিদা বেগম, পৌর সচিব জহুরুল হক । এ সময় বক্তারা মেয়রের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ষড়যন্ত্রমূলক দাবি করে অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান। অন্যদিকে একই সময়ে পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লবের পুকুরে মাছ লুটের মামলায় ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুসহ আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পৌর ও উপজেলা যুবলীগের পক্ষ থেকে পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন, যুবলীগ নেতা রুহুল আমিন কুদ্দুস, ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান রনি, মাসুদ মন্ডল, আরিফুল ইসলাম লিটন, হাবিবুর রহমান, কামরুল হাসান বুলবুল, লালিম হোসেন ও এবি সিদ্দিক পিল্টন। বক্তারা, মাছ লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় মেয়র মিন্টুসহ সকল আসামিকে অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান। কিশোরগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৬ জুলাই ॥ কিশোরগঞ্জ পৌরসভার ২০১৭-২০১৮ অর্থবছরের জন্য ৮৭ কোটি ১২ লাখ ২৭ হাজার ৫৮৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া উপরোক্ত টাকার বাজেট উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৫১ হাজার ৮০ টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৫ কোটি ৪২ লাখ ৭৬ হাজার ৫০৪ টাকা। টাঙ্গাইলে অটোরিক্সা চালককে কুপিয়ে হত্যা নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৬ জুলাই ॥ সিএনজিচালিত অটোরিক্সাচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে সদর উপজেলার ধুলেরচর মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রতন চন্দ্র বর্মণ (৩৫)। টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভূঁইয়া জানান, বুধবার গভীর রাতে ধুলেরচর মাদ্রাসা এলাকায় দুর্বৃত্তরা রতনকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে। গোপালগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৬ জুলাই ॥ গোপালগঞ্জ জেলা কারাগারে পিন্টু শেখ (৩২) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পিন্টু শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লখাইরচর গ্রামের সাঈদ শেখের ছেলে। গত ১ জুলাই একটি মামলায় বিচারক তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।
×