ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিভোর্স দিয়েও স্বামীর নির্যাতন থেকে রেহাই নেই

প্রকাশিত: ০৬:০৪, ৭ জুলাই ২০১৭

ডিভোর্স দিয়েও স্বামীর নির্যাতন থেকে রেহাই নেই

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৬ জুলাই ॥ মাদক কেনার টাকা না দেয়ায় মাদকাসক্ত স্বামী সজিবুর রহমান তার স্ত্রী ইয়াছমিন বেগমের ওপর নির্যাতনের স্টিম রোলার চালায়। মাদকাসক্ত স্বামীকে ডিভোর্স দেয়ার পরও রেহাই পাননি গৃহবধূ। গৃহবধূ ও তার বাবাকে রাস্তাঘাটে দেখা হলেই দিচ্ছে হত্যার হুমকি। বৃহস্পতিবার সকালে কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকায় এ ঘটনা ঘটে। ইয়াছমিন বেগম বড়ালু এলাকার আব্দুর রহমানের মেয়ে। ইয়াছমিন বেগম জানান, পাঁচ বছর আগে একই এলাকার রহমত উল্লাহর ছেলে সজিবুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের বেশ কিছুদিন পর জানতে পারেন সজিবুর রহমান মাদক সেবন করে। প্রায়ই সজিবুর রহমান গৃহবধূ ইয়াছমিনকে মাদক কেনার টাকার জন্য জ্বালা-যন্ত্রণা করত। গত ২০ জুন সকালে সজিবুর রহমানের সঙ্গে ইয়াছমিনের মাদক খাওয়া নিয়ে তর্ক-বিতর্ক হয়। তর্ক-বিতর্কের একপর্যায়ে সজিবুর রহমান ইয়াছমিন বেগমকে পিটিয়ে জখম করে বাড়ি থেকে বের করে দেয়। পরে ইয়াছমিন বেগম তার স্বামী সজিবুর রহমানকে ডিভোর্স প্রদান করেন। ডিভোর্সের পর প্রায়ই ইয়াছমিন বেগমকে রাস্তায় একা পেয়ে সজিবুর রহমান হুমকি-ধমকি দেয়। বৃহস্পতিবার সকালে ইয়াছমিন বেগম ও তার বাবা আব্দুর রহমান রাস্তা দিয়ে যাওয়ার সময় সজিবুর রহমান তাদের পিটিয়ে আহত করে এবং ভয়ভীতি ও হত্যার হুমকি দেয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সেবা নিয়ে দুদক কমিশনারের অসন্তোষ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের তিনটি সরকারী প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনে কর্মকর্তাদের উপস্থিতি ও সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) ড. মোহাম্মদ নাসির উদ্দিন। জানা গেছে, বৃহস্পতিবার ১২টার দিকে যশোর জেলা প্রশাসক কার্যালয় চত্বরের বিআরটিএ অফিস পরিদর্শনে যান তিনি। সেখানে গিয়ে তিনি বিআরটিএ’র সহকারী পরিচালক মেজবাহ উদ্দিনকে তার দফতরে পাননি। তবে তিনি কিছু সময়ের মধ্যে অফিসে আসেন। দুদক কমিশনার এসময় হাজিরা খাতার স্বাক্ষর, অনুপস্থিতি ও সিটিজেন চার্টার না থাকায় অসন্তোষ প্রকাশ করেন। এরপর তিনি পাশের ভূমি অফিসে যান। সেখানে গিয়েও ভূমি কর্মকর্তা, রেজিস্ট্রার ও সাবরেজিস্ট্রারদের কক্ষে পাননি। এ প্রতিষ্ঠানের হাজিরা খাতার স্বাক্ষর, অনুপস্থিতি ও সিটিজেন চার্টার না থাকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। এর আগে সকাল পৌনে ১০টার দিকে সার্কিট হাউস থেকে বের হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান দুদক কমিশনার। তিনি জরুরী বিভাগ, মডেল ওয়ার্ড ঘুরে হাসপাতাল তত্ত্বাবধায়কের কক্ষে যান।
×