ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যমুনার চরে জঙ্গীবিরোধী অভিযান ॥ পাঁচ ডাকাত আটক

প্রকাশিত: ০৬:০৪, ৭ জুলাই ২০১৭

যমুনার চরে জঙ্গীবিরোধী অভিযান ॥ পাঁচ ডাকাত আটক

নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ, ৬ জুলাই ॥ যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে পুলিশের ডাকাত ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানে ১৫টি গরু, দুটি মোটরসাইকেলসহ ৫ ডাকাতকে আটক হয়েছে। শিবালয় উপজেলার আলোকদিয়া চরে এ অভিযান শুরু হয়ে বৃহস্পতিবার ভোর ৪টায় এবং চলে বেলা ১২ টা পর্যন্ত। পুলিশ সুপার মাহফুজুর রহমানের নেতৃত্বে ৫টি স্পিীড বোট ও ৪টি ট্রলারে ৭০ পুলিশ সদস্য এই অভিযানে অংশ নেন। পুলিশ সুপার জানান, আলোকদিয়া চরে তালিকাভুক্ত ২০ ডাকাত অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত ওই ২০ ডাকাত মানিকগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়িসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছে। অভিযান চলাকালে ১৫টি চোরাই গরু, দুটি চোরাই মোটরসাইকেলসহ এক তালিকাভুক্ত ডাকাতসহ ৫ ডাকাতকে আটক করা হয়েছে। গাইবান্ধায় অভিযান সমাপ্ত নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, জঙ্গী আস্তানার সন্ধানে ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলে দ্বিতীয় দিনের মত ৫ ঘণ্টা ব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর ব্লক রেইড বৃহস্পতিবার সম্পন্ন হয়। ভোর ৫টায় শুরু হয়ে সকাল ১০টা পর্যন্ত এ অভিযান চললেও কোন জঙ্গী আস্তানার সন্ধান পাওয়া যায়নি। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ময়নুল হকের নেতৃত্বে এ অভিযানে জেলা কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশ, ফুলছড়ি থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের ৫০ সদস্য এ অভিযানে অংশ নেয়। ফুলছড়ি উপজেলার গজারিয়া থেকে ব্রহ্মপুত্র নদে নৌকাযোগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার ভোর ৫টায় যাত্রা শুরু করে। পরে তারা ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী, ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নসহ চরগুলোতে ব্লক রেইড করে। কিন্তু কোথাও কিছু না মেলায় অভিযান শেষ করা হয়। এ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার ময়নুল হক ছাড়াও সহকারী পুলিশ সুপার (হেড- কোয়ার্টার) মোঃ আসাদুজ্জামান রিংকু ও ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামানও অংশ নেন। জঙ্গী আরমানকে গ্রেফতারে প্রথম স্ত্রীকে আটক নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৬ জুলাই ॥ নব্য জেএমবির সদস্য আরমান আলীকে গ্রেফতার করতে এবার তার প্রথম স্ত্রী আরিফা খাতুনকে আটক করেছে পুলিশ। আরিফা বামনপাড়া তালতলার জঙ্গী আস্তানা থেকে গ্রেফতার নারী জঙ্গী নব্য জেএমবির সমন্বয়ক টলিআরার সতীন। বৃহস্পতিবার ভোরে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঠাকুর দৌলতপুর গ্রামের নিজ বাড়ি থেকে আরিফা খাতুনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ বলেছে, নব্য জেএমবির গুরুত্বপূর্ণ সদস্য আরমান আলীর দ্বিতীয় স্ত্রী গ্রেফতারকৃত টলিআরা পুলিশকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছে। এসব তথ্য যাচাই-বাছাই করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ এখন জঙ্গী কানেকশনে অভিযুক্ত আরমান আলীকে হন্যে হয়ে খুঁজছে। এ লক্ষ্যে আরিফা খাতুনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। উল্লেখ্য, গত ১ জুলাই গভীর রাতে ভেড়ামারা উপজেলার বামনপাড়া তালতলার জঙ্গী আস্তানায় অভিযান চালিয়ে আইনশৃঙ্গলা বাহিনী ৩ নারী জঙ্গীকে গ্রেফতার এবং দুটি সুইসাইডাল ভেস্টসহ পিস্তল, ম্যাগজিন ও গান পাউডার উদ্ধার করে।
×