ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নাটোরে ট্রাক খাদে ॥ নিহত ৩

প্রকাশিত: ০৬:০৪, ৭ জুলাই ২০১৭

নাটোরে ট্রাক খাদে ॥ নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৬ জুলাই ॥ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের ড্রাইভার ও হেলপার। বৃহস্পতিবার বিকেলে নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলানে সাদিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ পাবনা সদর উপজেলার নাজিরপুর হাটপাড়ার হাবিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান (২৩) ও রফিকুল ইসলামের ছেলে আল মামুন (২২) এবং ইসলামপুর গ্রামের আস্তব আলীর ছেলে আল আমিন (২০)। বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট শাহাদাৎ হোসেন জানান, বনপাড়া থেকে বালু আনলোড করে পাবনা ফেরার পথে কয়েনবাজার এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। কুমিল্লায় মেডিক্যালছাত্রী নিজস্ব সংবাদদাতা কুমিল্লা থেকে জানান, সড়ক দুর্ঘটনায় ফারজানা আক্তার নামের এক মেডিক্যালছাত্রী নিহত হয়েছেন। বুধবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজারে মাইক্রোবাসের চাপায় ওই দুর্ঘটনা ঘটে। ফারজানা জেলার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের উত্তর শাকতলী গ্রামের আবুল বাশারের বড় মেয়ে। তিনি কুমিল্লা মহানগরীর সেন্ট্রাল মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। জানা যায়, ফারজানা আক্তার সিএনজিচালিত অটোরিক্সাযোগে খালার বাড়ি থেকে মেডিক্যাল কলেজ হোস্টেলে যাচ্ছিলেন। রাতে সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজারে একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে ওই ছাত্রীসহ আরও ৪-৫ জন আহত হন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর গভীর রাতে ফারজানার মৃত্যু হয়। রংপুরে মোটর শ্রমিক নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, জেলার পীরগঞ্জের বিশমাইলে সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ আলী (৬০) নামের এক মোটর শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ আলী ওই উপজেলার ঘোষপুর গ্রামের মৃত মমদেল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে শঠিবাড়ির উদ্দেশে শঠিবাড়ি ‘এসবি হোন্ডা প্যালেস’র মোটরসাইকেলবোঝাই একটি ট্রাক বিশমাইল নামক স্থানে এসে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়।
×