ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাহাজের ধাক্কায় বিকল দুই গ্যান্ট্রি ক্রেন মেরামত শুরু

প্রকাশিত: ০৬:০১, ৭ জুলাই ২০১৭

জাহাজের ধাক্কায় বিকল দুই গ্যান্ট্রি ক্রেন মেরামত শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দরে বিদেশী জাহাজের ধাক্কায় বিকল হওয়া দুটি গ্যান্ট্রি ক্রেন মেরামতের কাজ শুরু হয়েছে। চিটাগাং কন্টেনার টার্মিনালের (সিসিটি) এ দুটি ক্রেন ক্ষতিগ্রস্ত হয়েছিল গত ২৬ জুন বিকেলে। বৃহস্পতিবার সকালে নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিৎসুবিশি কোম্পানির বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে মেরামত কাজ শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যেই ক্রেনগুলো কার্যক্ষমতা ফিরে পাবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় জাপানের তিন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে কাজ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্দরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট শিপিং এজেন্ট প্রতিনিধি, বীমা কোম্পানির প্রতিনিধি, সরবরাহকারী প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক লিমিটেডের উর্ধতন কর্মকর্তারা। উল্লেখ্য, গত ২৬ জুন বিকেলে বিদেশী জাহাজ ‘এমভি এক্সপ্রেস সুয়েজ’ এর ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় চট্টগ্রাম বন্দরের গ্যান্ট্রি ক্রেন দুটি। বিকল হয়ে যাওয়া ক্রেনগুলো কার্যক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেলে। এর ফলে সিসিটিতে কন্টেনার হ্যান্ডলিং মারাত্মকভাবে ব্যাহত হয়। চার বছরে মিলছে না জাতীয় পরিচয়পত্র স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ গত চার বছরেও হাতে আসেনি জাতীয় আইডি কার্ড। ২০১৪ সালে এদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করলেও আইডি কার্ড আজও দেয়া হয়নি। চাঁপাইনবাবগঞ্জে এদের সংখ্যা ২৫ হাজারের কাছাকাছি। এদের মধ্যে খেটে খাওয়া সাধারণ মানুষও রয়েছে। এরা আইডি কার্ডের অভাবে সরকারের কোন সাহায্য-সহযোগিতা পাচ্ছে না। এমন অনেক কৃষক রয়েছে তারা ব্যাংক একাউন্ট খুলতে না পারায় সরকার প্রদত্ত বিনামূল্যের সার বীজ ও কীটনাশক পর্যন্ত পাচ্ছে না। এদের মধ্যে যারা শিক্ষার্থী তারাও বড় বিড়ম্বনার মধ্যে পড়েছে। উপরন্তু এইসব নব্য ভোটার নির্বাচনী বাণিজ্যের মধ্যে পড়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার নির্বাচন কমিশনার জানান, এদের সার্টিফাইড কপি অফিস থেকে সরবরাহ করার নির্দেশ দিয়েছেন। কিন্তু তারজন্য ফি নির্ধারণ করেছে ভ্যাটসহ ২৩০ টাকা। সোনালী ব্যাংকে টাকা জমা দিয়ে কপি দেখালে তারা সার্টিফাইড কপি সরবরাহ করছে। কিন্তু সাধারণ কৃষক এই কাজে নেমে তাদের হাজার টাকার কাছাকাছি খরচা হচ্ছে। অবিলম্বে চার বছর আগে তালিকাভুক্ত ভোটারদের অবিলম্বে কোন ফি ছাড়া সার্টিফাইড কপি সরবরাহের নির্দেশ দিলে তারা হয়রানি বা বাণিজ্যের হাত থেকে রক্ষা পাবে। এইসব দালাল নির্বাচন অফিসে কিলবিল করছে। তারাই মক্কেল ধরে এনে টাকার বিনিময়ে কাজ করে দিচ্ছে। কৃষকদের প্রশিক্ষণ শুরু নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ৬ জুলাই ॥ বৃহস্পতিবার সকালে কেশবপুরের শিকারপুর মাঠে এলাকার কৃষকদের নিয়ে এক কৃষক প্রশিক্ষন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউটের যশোর আঞ্চলিক গবেষনা কেন্দ্রের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। অনুষ্টানে এলাকার কৃষকদের মাঝে বাংলাদেশ কৃষি গবেষনা ইনিস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তি হস্তান্তর করা হয়। যশোর আঞ্চলিক গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষনা ইনিস্টিটিউটের পরিকল্পনা ও মূল্যায়ন উইংয়ের পরিচালক শোয়েব হাসান, উপজেলা সহকারী কমিশনা (ভূমি) কবির পলাশ, উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব সানা প্রমুখ। দুর্ঘটনায় নিহতের পরিবারকে সহায়তা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে ট্রলারডুবিতে নিহত ১৭ জনের পরিবারকে বৃহস্পতিবার দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা পরিষদ। মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন ও জেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান টুকু আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কাছে এই টাকার চেক হস্তান্তর করেন। দুপুরে উপজেলা পরিষদ ক্লাবে এই চেক বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য দেনÑ উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, এ্যাড. শরিফা খানম, জেলা পরিষদের প্রধান নির্বাহী শৈলেন্দ্র নাথ মণ্ডল প্রমুখ।
×