ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরে নির্মিত হবে মুক্তিযুদ্ধের স্মৃতিফলক

প্রকাশিত: ০৬:০০, ৭ জুলাই ২০১৭

শেরপুরে নির্মিত হবে মুক্তিযুদ্ধের স্মৃতিফলক

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৬ জুলাই ॥ অবশেষে মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী শেরপুর-ঝিনাইগাতী সড়কের কাটাখালি ব্রিজে ‘অপারেশন কাটাখালি’ ও রাঙ্গামাটিয়া যুদ্ধের শহীদদের নাম ও ঘটনার বর্ণনা সংবলিত স্মৃতিফলক হচ্ছে। বৃহস্পতিবার কাঁটাখালি দিবসে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত অগ্রাধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন সভায় ওই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কমিটির সভাপতি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়র হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন ওই কমিটির কর্ণধার (মেন্টর) খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ। সভায় উপস্থিত শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ৬ জুলাই কাটাখালি অপারেশন ও রাঙ্গামাটিয়া যুদ্ধদিবসের কথা স্মরণ করে কাটাখালির পুরনো সেতুটি সংরক্ষণ ও সেখানে স্মৃতিফলক নির্মাণের প্রস্তাব করেন। তাৎক্ষণিকভাবে সভায় কাটাখালি ও রাঙ্গামাটিয়া যুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। পরে কাটাখালি ব্রিজ এলাকায় যুদ্ধের শহীদদের নাম ও ঘটনার বর্ণনা সংবলিত স্মৃতিফলক নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন জানান, আগামী এক মাসের মধ্যে সড়ক ও জনপথ বিভাগের সহায়তায় জেলা প্রশাসনের তরফ থেকে কাটাখালি ব্রিজ এলাকায় যুদ্ধে শহীদদের নাম ও ঘটনার বর্ণনা সংবলিত স্মৃতিফলক নির্মাণ করা হবে। উল্লেখ্য, ১৯৭১ সালের ৫ জুলাই রাতে কাটাখালি ব্রিজ অপারেশন শেষে ৬ জুলাই ঝিনাইগাতীর রাঙ্গামাটিয়া গ্রামে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাক হানাদার বাহিনীর সম্মুখযুদ্ধ হয়। এতে কোম্পানি কমান্ডার নাজমূল আহসান ও তার পরিবারের দুই সদস্য মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ও মুক্তিযোদ্ধা আলী হোসেনসহ ১২ জন শহীদ হন। ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে মেধাবৃত্তি ২৩১ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। বুধবার সকালে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, এইচ এন আশিকুর রহমান এমপি। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্বনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান। -বিজ্ঞপ্তি
×