ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পবায় ইটভাঁটির ধোঁয়ায় ফসলের ক্ষতি ॥ প্রতিকার চেয়ে স্মারকলিপি

প্রকাশিত: ০৫:৫৯, ৭ জুলাই ২০১৭

পবায় ইটভাঁটির ধোঁয়ায় ফসলের ক্ষতি ॥ প্রতিকার চেয়ে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় একটি ইটভাঁটির কারণে আম ও অন্যান্য ফসল নিয়ে বিপাকে পড়েছেন চাষীরা। ইটভাঁটির কারণে শুধু আম ও বিভিন্ন সবজির ক্ষতি ছাড়াও এলাকার শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্টে ভুগছেন। নিয়মনীতি উপেক্ষা করে পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের ম্যানেজ করে এখানে চলছে ইট পোড়ানোর কাজ। এ নিয়ে তিন বছর ধরে এলাকাবাসী বিভিন্ন দফতরে অভিযোগ দিলেও কোন লাভ হয়নি। ফলে সর্বশেষ প্রতিকার চেয়ে বৃহস্পতিবার ফের এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি অফিসে স্মারকলিপি দিয়েছেন। চাষীরা জানান, ইটভাঁটির সৃষ্ট দূষণে আমের গায়ে কালো দাগসহ পচে গেছে। এতে ব্যবসায়ীরাও লাখ লাখ টাকা লোকসান গুনছেন। শুধু আম নয়, এই ইটভাঁটির কালো ধোঁয়া ও তাপে ওই এলাকার বিভিন্ন গ্রামের ফলদ ও সবজি ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।
×