ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম চিড়িয়াখানায় চিত্রা হরিণের নতুন শাবক

প্রকাশিত: ০৫:৫৮, ৭ জুলাই ২০১৭

চট্টগ্রাম চিড়িয়াখানায় চিত্রা হরিণের নতুন শাবক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম চিড়িয়াখানায় চিত্রা হরিণের খাঁচায় এসেছে নতুন অতিথি। সুন্দর এক শাবকের জন্ম দিয়েছে চিত্রা হরিণী। সদস্য বৃদ্ধি পাওয়ায় হরিণ-হরিণীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডাঃ শাহাদাত হোসেন শুভ জানান, ৬ মাস গর্ভধারণের পর বৃহস্পতিবার সকাল ৭টায় চিত্রা হরিণী একটি শাবকের জন্ম দিয়েছে। এতে চিত্রা হরিণের সংখ্যা উন্নীত হয়েছে ১২টিতে। দুই বছর আগে চট্টগ্রাম চিড়িয়াখানায় চিত্রা হরিণ ছিল ৭টি। বংশ বৃদ্ধির ফলে হরিণের সংখ্যা বাড়ছে। সদ্য জন্ম নেয়া শাবক এবং মা হরিণী সুস্থ রয়েছে। উল্লেখ্য, চিড়িয়াখানার অবস্থান নগরীর খুলশী এলাকায়। স্থান সঙ্কুলান না হওয়ায় এর আয়তন বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না। তবে যে সংখ্যক প্রাণী রয়েছে তাও চট্টগ্রামের দর্শনার্থী, বিশেষ করে শিশু-কিশোরদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। বর্তমানে চিড়িয়াখানায় রয়েছে বাঘ-বাঘিনী, সিংহ-সিংহী, জেব্রা, হরিণ, ময়ূর, কুমির, বানর, অজগর, ভাল্লুকসহ ৪৭ প্রজাতির প্রায় ৩শ’ পশু-পাখি। দুই বছর ধরে একাকিত্বে কেটেছে দুটি ময়ূরীর। সম্প্রতি আনা হয়েছে ৪টি ময়ূর। সীমিত পরিসরেই চট্টগ্রাম চিড়িয়াখানাটি সমৃদ্ধ করার প্রয়াস চিড়িয়াখানা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের। এবারের ঈদে চট্টগ্রাম চিড়িয়াখানায় রেকর্ড সংখ্যক দর্শনার্থীর সমাগম হয়েছে। ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ শুরু হচ্ছে আজ বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ শুরু হচ্ছে আজ ৭ জুলাই থেকে। টানটান উত্তেজনায় ভরপুর আর মজার মজার সব খেলায় সাজানো জমজমাট এই লড়াই দেখতে প্রতি শুক্র ও রবিবার রাত ৯:৩৫ মিনিটে চোখ রাখুন শুধুমাত্র চ্যানেল আইয়ের পর্দায়। নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় সারাদেশ থেকে দশ সহস্রাধিক ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী বাছাইপর্বে অংশগ্রহণ করে। বিভিন্ন বিভাগীয় পর্যায়ের শীর্ষ প্রতিযোগীরা চ্যানেল আইয়ের স্টুডিও পর্বে অংশ নেয়। স্টুডিও পর্বগুলোয় প্রধান বিচারকের ভূমিকা পালন করছেন ড. সৌমিত্র শেখর, আনিসুল হক ও সুবর্ণা মুস্তাফা। দেশসেরা বাংলাবিদ জিতে নেবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লাখ টাকা ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। এছাড়াও প্রথম দশজন প্রতিযোগী পাবে ১টি করে ল্যাপটপ এবং ব্যক্তিগত লাইব্রেরি করার জন্যে ৫০ হাজার টাকার সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি। -বিজ্ঞপ্তি সিংহ শাবক নেদারল্যান্ডসের বেকসি বারজেন সাফারি পার্কে সম্প্রতি জন্ম নেয় এই সিংহ শাবকটি। শাবকটির মুখে গরম পাইপ ঢুকিয়ে এটিকে উষ্ণ করার চেষ্টা করছেন একজন পশু চিকিৎসক। -এএফপি মসুল ছাড়ছে... আইএস জঙ্গীদের কব্জা থেকে ইরাকের মসুল শহরের দখল নিতে সরকারী বাহিনী অগ্রসর হচ্ছে। তাই শহরটি ছাড়ছে বহু পরিবার। ইরাকের এক কমান্ডার বলেছেন, অচিরেই তারা শহরটির পুনর্দখল নিতে পারবে। -এএফপি
×