ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তিন বছর পর টাইম স্কেল পাচ্ছেন ২৬৪৬ সহকারী শিক্ষক

প্রকাশিত: ০৫:৫৮, ৭ জুলাই ২০১৭

তিন বছর পর টাইম স্কেল পাচ্ছেন ২৬৪৬ সহকারী শিক্ষক

স্টাফ রিপোর্টার ॥ তিন বছর আটকে থাকার পর অবশেষে সরকারী হাইস্কুলের দুই হাজার ৬৪৬ সহকারী শিক্ষক টাইম স্কেল পাচ্ছেন। পদোন্নতি সংক্রান্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় বৃহস্পতিবার শিক্ষকদের টাইম স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রথম টাইম স্কেল পাবেন এক হাজার ৩৩৩ জন এবং দ্বিতীয় টাইম স্কেল পাবেন এক হাজার ৩১৩ জন। এছাড়া ১৯২ সহকারী শিক্ষককে তৃতীয় টাইম স্কেল অথবা সিলেকশন গ্রেড-এ দুটির মধ্যে কোনটি দেয়া হবে তা পরবর্তী সভায় নির্ধারণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদের সভাপতিত্বে বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস এ তথ্য জানান। তিনি আরও বলেন, শিক্ষকদের চাকরির আট বছর পূর্তিতে প্রথম টাইম স্কেল এবং ১২ বছর পূর্তিতে দ্বিতীয় টাইম স্কেল দেয়া হচ্ছে। তবে তৃতীয় টাইম স্কেল দেয়ার বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। শিক্ষকরা জানান, সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় তিন হাজার শিক্ষকের টাইম স্কেলের ফাইল প্রায় তিন বছর যাবত আটকে রয়েছে। এ নিয়ে শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের নানামুখী তদবিরের কারণে গত ১৯ জুন অর্থ মন্ত্রণালয় থেকে ইতিবাচক মতামত পাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় ৬ জুলাই ডিপিসির সভা আহ্বান করে। সারাদেশের ৩৩৫টি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় আট হাজার শিক্ষক আছেন। গেজেটভুক্ত হওয়ার কারণে বেশিরভাগ শিক্ষক ইতোমধ্যে টাইম স্কেল পেয়েছেন। কিন্তু প্রায় দুই হাজার আট ’শ শিক্ষক এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। সাম্যবাদী দলের ৪ নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা সরকারবিরোধী বক্তব্য স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সরকার ও দেশবিরোধী বক্তব্য দেয়ায় রাজশাহীর চারঘাটে সাম্যবাদী দলের চার নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর বৃহস্পতিবার বিকেলে মামলাটি রেকর্ড করা হয়। চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন মামলার রুজুর বিষয়টি নিশ্চিত করেন। মামলায় সাম্যবাদী দল মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. ফয়জুল হাকিম, মুক্তি কাউন্সিল উত্তরাঞ্চল-৩ পাবনার সভাপতি মজিবর রহমান (৫২), মুক্তি কাউন্সিল উত্তরাঞ্চল-৩ পাবনার ঈশ্বরদীর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৫০) ও দলের চারঘাট শাখার সাধারণ সম্পাদক ডা. আবদুল হাকিমকে (৬০) আসামি করা হয়েছে।
×