ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাড্ডায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারকালে বিস্ফোরণ, দগ্ধ তিন শ্রমিক

প্রকাশিত: ০৫:৫৫, ৭ জুলাই ২০১৭

বাড্ডায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারকালে বিস্ফোরণ, দগ্ধ তিন শ্রমিক

গাফফার খান চৌধুরী ॥ সচেতনতার অভাবে দেশে একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটছে। আর তাতে বছরে গড়ে প্রাণ হারাচ্ছেন অন্তত ৫০ থেকে ৬০ জন। দগ্ধ হচ্ছেন অন্তত চার থেকে ৫শ’। দগ্ধদের অধিকাংশই পবরর্তীতে মারা যান। যারা বেঁচে থাকেন, তাদের অধিকাংশই চিরতরে পঙ্গু হয়ে যান। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা তুলনামূলক বেশি। বৃহস্পতিবারও ঢাকার মধ্যবাড্ডায় একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় জমে থাকা গ্যাস বৈদ্যুতিক বাতির সংস্পর্শে এসে বিস্ফোরিত হয়ে তিন শ্রমিক মারাত্মক দগ্ধ হয়েছেন। এর আগে গত রবিবার রাজধানীর চকবাজারে একটি টেলিকম সেন্টারে এসির কম্প্রেসার বিস্ফোরণে পাঁচ, বুধবার রাজধানীতে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে সাত এবং গত ৩ জুলাই গাজীপুরে একটি কারখানার বয়লার বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু ও অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে মধ্যবাড্ডার মনির হোসেন নামে এক ব্যক্তির চারতলা বাড়ির নিচতলায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামেন তিন শ্রমিক। ট্যাঙ্কের ভেতর আলোকিত করতে বৈদ্যুতিক বাল্ব জালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণে ওই তিন শ্রমিক মারাত্মক দগ্ধ হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধ সোহরাব (৫০), আনন্দ (৪০) ও সুলতানের (৩০) অবস্থা আশঙ্কাজনক। এর আগে গত ২ জুলাই চকবাজারে এসির কম্প্রেসার বিস্ফোরণে পাঁচজন মারাত্মক দগ্ধ হন। বুধবার গে-ারিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ হন। আর গত ৩ জুলাই গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়ায় মাল্টিফ্যাবস নামে একটি তৈরি পোশাক কারখানার মেয়াদোত্তীর্ণ বয়লার বিস্ফোরণে ১৩ জন নিহত হন। আহত হন অন্তত ৫০ জন। এ বিষয়ে বাংলাদেশ বিস্ফোরক অধিদফতরের প্রধান পরিদর্শক সামসুল আলম জনকণ্ঠকে বলেন, দেশে নানা ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেÑ রান্নাঘরের চুলা থেকে গ্যাস লিক করে বেরিয়ে পরবর্তীতে বিস্ফোরণ, গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পেট্রোল পাম্পে কম্প্রেসার ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, এসির কম্প্রেসার বিস্ফোরণ, সেপটিক ট্যাঙ্কে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, বাচ্চাদের খেলনা বেলুন ফোলানোর জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণসহ নানা ধরনের বিস্ফোরণ ঘটে থাকে। এর মধ্যে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, কম্প্রেসার বিস্ফোরণ, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, রান্নাঘরের জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণসহ বেশ কয়েক প্রকারের বিস্ফোরণের বিষয়ে তারা তদন্ত করে থাকেন।
×