ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৪৯, ৭ জুলাই ২০১৭

ঝলক

আঁকিয়ে গুবরে গুবরে পোকা যে ছবি আঁকতে পারে-তা এতদিন শোনা যায়নি। এবার জাপানে এই ঘটনা ঘটেছে। দেশটিতে সম্প্রতি একটি পুং গুবরে পোকা কলম দিয়ে ছবি এঁকে এটির অঙ্কন দক্ষতার প্রমাণ দিয়েছে। চিমটা দিয়ে শক্ত করে কলম ধরে ছবি এঁকেছে এই পোকা। এই খবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রসাত্মক মন্তব্য করছে জাপানীরা। ছবিটি অনলাইনে পোস্ট করতেই অল্প সময়ে অন্তত এক লাখ ৭০ হাজার লাইক পড়েছে। আর টুইটারে এ বিষয়ে মন্তব্য করেছে ৬৫ হাজার জন। এই ছবি শেয়ার করেছে ৯ হাজার জন। গুবরে পোকার ছবি আঁকার এই দৃশ্য অনেকে আবার নিজের প্রোফাইল পিক্সার করেছে। জাপানে শিশুদের কাছে গুবরে পোকা অত্যন্ত প্রিয়। একজন বলেছে, এই জাতীয় পোকা দিয়ে অনেক কাজ করানো যেতে পারে। গুবরে পোকার ছবি আঁকার এই ছবিটি এখন নিলামে তোলার চিন্তাভাবনা করছে জাপানের একটি সংস্থা। এই ছবি বিক্রির প্রাপ্ত অর্থ দাতব্য কাজে খরচের চিন্তা ভাবনা চলছে। -জাপান টাইমস ও ইউপিআই অবলম্বনে। এইট প্যাক বডির পুঁচকে! বলিউড সুপারস্টার সালমান খানের মতো সিক্স প্যাক বডি তৈরি করা বর্তমান যুগের প্রায় প্রত্যেক তরুণের বাসনা। এ জন্য দিনের অনেকটা সময় জিমে কাটায় তারা। তবে এবার বডি তৈরি করে সালমান খানকে পেছনে ফেলেছে চীনের ৭ বছর বয়সী এক পুঁচকে। এই বয়সেই পাক্কা এইট প্যাক বডি তৈরি করে রীতিমতো তারকা বনে গেছে চেন ই নামের এই ছেলেটি। তাকে এখন আদর্শ মানছে চীন, ভারতসহ বিশ্বের কোটি মানুষ। চেন ইর জন্ম চীনের পূবাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের হ্যাংজু শহরে। পাঁচ বছর বয়স থেকে বডি বিল্ডিংয়ের জন্য নিয়মিত জিমে যাতায়াত তার। সম্প্রতি একটি প্রতিযোগিতায় নিজের শরীরের কিছু ছবি তোলে ছেলেটি। এসব ছবি ইন্টারনেটে ছাড়তেই অল্প সময়ে তা ছড়িয়ে পড়ে। তারপর সারা চীন থেকে লোকজন চেন ইর সঙ্গে যোগাযোগ করা শুরু করে। তার কাছে এইট প্যাক বডি তৈরির জন্য টিপস চায়। ডেইলি মেইলসহ বিশ্বের অনেক বড় বড় গণমাধ্যম তাকে নিয়ে প্রতিবেদন তৈরির জন্য দরজায় কড়া নাড়ে। অল্প কয়েকদিনের মধ্যে বড় তারকায় পরিণত হয়েছে চেন ই। তার কোচ বলেন, কিন্ডারগার্টেনে ভর্তির সময় থেকেই চেন ইর মধ্যে শরীর গঠনের তাগিদ লক্ষ্য করা যায়। ছেলেটি দীর্ঘ সময় ধরে ব্যায়াম করত। এ জন্য এই ছোট্ট বয়সেই চেন ইর পেটের পেশির সুন্দর গঠন ও সুঠাম শরীর হয়েছে। চেনের মা ঝ্যাং হোনজু বলেন, জন্মের সময় কম ওজন নিয়ে জন্মেছিল চেন। তবে মাত্র ১১ মাস বয়স থেকেই হাঁটতে শেখে ছেলেটি। দুই বছর বয়স থেকেই পুডিং খেতে ভালবাসে চেন। অন্যান্য শিশুর তুলনায় অনেক বেশি খেতে পারত সে। তিনি বলেন, আমার মনে হয় তারকা হওয়ার জন্যই চেনের জন্ম হয়েছে। -পিপলস ডেইলি ও এনডিটিভি অবলম্বনে।
×