ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৫:৪৯, ৭ জুলাই ২০১৭

উবাচ

আবিষ্কার বটে! স্টাফ রিপোর্টার ॥ কবি এবং প্রাবন্ধিক ফরহাদ মজহার হারিয়ে গেলে বিএনপি এতে নানানভাবে রং লাগানোর চেষ্টা করে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ষোড়শ সংশোধনীর রায় বিপক্ষে যাওয়ায় ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে। কিন্তু রাতেই ঢাকা ফেরার পথে একটি বাস থেকে তাকে উদ্ধার করা হয়। তারপর বিএনপি আর তেমন কথা বলেনি। উল্টো আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রী বলেছেন, ফরহাদ মজহার ফিরে আসায় বিএনপি হতাশ হয়েছে। মির্জা ফখরুল এর আগে বলেন, যখনই সরকারের বিরুদ্ধে কোন কিছু যায় তখনই এমন ঘটনা ঘটে। ষোড়শ সংশোধনীর রায়টি দেয়ার পরই এ ঘটনাটি ঘটেছে। এটি একটি ড্রাইভার্সন। ষোড়শ সংশোধনী নিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা সব সময় বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলছি। আমরাই সবচেয়ে বড় ভিকটিম। বাংলাদেশের বিচার ব্যবস্থার যে অবস্থা তাতে আমরা যারা বিরোধী দল করি তারা এটার বড় ভোগান্তি পোহাচ্ছি। পদধ্বনি শুনি! স্টাফ রিপোর্টার ॥ অসময়ের বয়ে আসা জল আর সারাদেশে বৃষ্টির কারণে এবার ফসল উৎপাদন কম হয়েছে। এতে খাদ্য রফতানির বাংলাদেশে আকস্মিক খাদ্য আমদানি করতে হচ্ছে। এই প্রক্রিয়া স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে খাদ্য আমদানি করেই অভ্যন্তরীণ চাহিদা মেটাতে হবে। এটি অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। এতে অভ্যন্তরীণ বাজারে চালের দর কিছুটা বেড়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘দেশের বর্তমান যে অবস্থা তাতে ৭৪-এর দুর্ভিক্ষের পদধ্বনি আবারও দরজায় নাড়া দিচ্ছে।’ সত্যিই কী তাই চালের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের মানুষ না খেয়ে আছে? রিজভী বলেন, ‘দেশের উত্তর-পূর্বাঞ্চল এখন বন্যায় ভাসছে। বিভিন্ন এলাকায় বৃষ্টি ও উজানের পানির ঢলে প্লাবিত। এলাকার মানুষ অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। প্রধানমন্ত্রী যদিও বুধবার বলেছেন-বানভাসিদের জন্য পর্যাপ্ত ত্রাণ আছে। রিজভীর ভাষ্য অনুযায়ী বানভাসি মানুষ ত্রাণের জন্য হাহাকার করছে। কোন কোন এলাকায় খাদ্য, পানি বা চাল না দিয়ে খাওয়ার অনুপযোগী সামান্য কিছু গম দিচ্ছে, যে গম প্রচ- বৃষ্টিতে শুকাতে কিংবা ভেঙ্গে খেতেও পারছে না। এটি কি বানভাসি অসহায় মানুষদের নিয়ে উপহাস করা হচ্ছে। কিন্তু এমন অভিযোগ বন্যাদুর্গতদের কেউ করেনি। এসি কামরায় বসে সংবাদ সম্মেলনে বলছেন রিজভী আহমেদ। যতদূর জানা যায় রিজভী এখনও পর্যন্ত কোন দুর্গত এলাকায় যাননি। আর গৃহপালিত নই স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি (জাপা) এখন আর গৃহপালিত বিরোধী দল নয়। সম্মিলিত জাতীয় জোট গঠনের পর জাপা ঘুরে দাঁড়িয়েছে। জাপা এখন সামনের সারির দল। হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, সংসদে আগে আমরা কথা বলতে পারতাম না। সরকারের সব কাজের সমর্থন করে যেতাম। মানুষ আমাদের গৃহপালিত বিরোধী দল বলত। কিন্তু সম্মিলিত জাতীয় জোট গঠনের পর আমরা ঘুরে দাঁড়িয়েছি। জনগণ আমাদের নিয়ে নতুনভাবে চিন্তা করছে। এখন আর আমরা গৃহপালিত বিরোধী দল নই। এখন আমরা সামনের সারির দল। আগামী নির্বাচনে জাপার ক্ষমতায় যাওয়ার সমূহ সম্ভাবনা আছে এমন মন্তব্য করে সাবেক এরশাদ বলেন, জাপা ঘুরে দাঁড়িয়েছে। জাপাকে এখন গুনতে হবে। জাপা ছাড়া আগামী নির্বাচন হবে না। আমরা ঠিকমতো কাজ করতে পারলে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
×