ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কৃষি ব্যাংক নরসিংদী জেলায় ৬৭ কোটি টাকা ঋণ বিতরণ করেছে

প্রকাশিত: ০৩:৫৭, ৭ জুলাই ২০১৭

কৃষি ব্যাংক নরসিংদী জেলায় ৬৭ কোটি টাকা ঋণ বিতরণ করেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ কৃষি ব্যাংক ২০১৬-১৭ অর্থবছরে নরসিংদী জেলার ছয়টি উপজেলায় ২১টি শাখার মাধ্যমে ৬ হাজার কৃষকের মাঝে ৬৭ কোটি ২০ লাখ টাকা কৃষি ঋণ বিতরণ করেছে। ব্যাংক সূত্র জানায়, গত অর্থবছরে জেলায় কৃষি ঋণ হিসেবে মোট বরাদ্দ ছিল ৯৮ কোটি ৪৫ লাখ টাকা, কিন্তু ব্যাংক ৬৭ কোটি ২০ লাখ টাকা কৃষি ঋণ বিতরণ করতে পেরেছে। পাশাপাশি কৃষি ব্যাংক গত অর্থবছরে ১৮ কোটি ৪৪ লাখ টাকা শ্রেণীকৃত ঋণসহ মোট ৮০ কোটি ২২ লাখ টাকা ঋণ আদায় করেছে। ব্যাংক সূত্র জানায়, গত অর্থবছরে শ্রেণীকৃত ঋণসহ মোট ১৬ কোটি ৬৮ লাখ টাকা ঋণ আদায়ের পরিকল্পনা গ্রহণ করে। ব্যাংকটি ৮০ কোটি ২২ হাজার টাকা ঋণ আদায় করতে সক্ষম হয়েছে। গত ৩০ জুন ব্যাংকটির ঋণ আদায়ের পরিমাণ ৭৫ শতাংশে দাঁড়িয়েছে। কৃষি ব্যাংকের নরসিংদী অঞ্চলের উপমহাব্যবস্থাপক মাহতাব আলী রশিদ বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি খাত বিশেষ করে ফসল চাষ, গবাদি পশুর খামার, মৎস্য চাষ, কৃষি উপকরণ ক্রয়, ক্ষুদ্র ব্যবসা, কৃষি পণ্য বিপণন এবং আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন কার্যক্রমে ঋণ বিতরণ করে থাকে। বিসিআইসির চেয়ারম্যান পদে আমিনুল হকের যোগদান সরকারের অতিরিক্ত সচিব শাহ মোঃ আমিনুল হক গত ২ জুলাই বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি ১৯৮৫ ব্যাচের বাংলাদেশ সিভিল সার্ভিস (অডিট এ্যান্ড এ্যাকাউন্টস) ক্যাডারের একজন কর্মকর্তা। বিসিআইসির চেয়ারম্যান পদে যোগদানের পূর্বে তিনি ইআরডির অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি আড়াই বছর পর চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা চালু অর্থনৈতিক রিপোর্টার ॥ আড়াই বছর বন্ধ থাকার পর চালু হয়েছে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা। কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি বুধবার থেকে গ্যাস সরবরাহ করায় পরীক্ষামূলকভাবে এই কারখানাটি চালু হয়েছে। কারখানাটি বুধবার ৪৭ দশমিক ৭২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পেয়েছে। এটি চলার জন্য ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন। সেই সঙ্গে গ্যাসের চাপ থাকতে হবে ১০০ পিএসআই। কর্মকর্তারা জানান, দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এটি পুরোপুরি চালু হতে সময় লাগবে। অচল যন্ত্রপাতি ধীরে ধীরে সচল এবং উৎপাদন বাড়বে। তবে সব কিছু নির্ভর করছে গ্যাস সরবরাহ ও চাপের ওপর।
×